Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন সংস্থা করোনা কে মহামারী হিসাবে ঘোষণা করেছে ?
উত্তর :- WHO (World Health Organization)
২) "সেরিকালচার" শব্দটি কোন চাষের সাথে জড়িত ?
উত্তর :- রেশম
৩) মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন ?
উত্তর :- 1915 সালে
৪) প্যারাসেমিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
উত্তর :- সিলিয়া
৫) কোন আন্দোলন ব্যর্থ হওয়ার পরে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল ?
উত্তর :- অসহযোগ আন্দোলন
৬) কে প্রথম ভারতীয় মহাকাশচারী ?
উত্তর :- রাকেশ শর্মা
৭) জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 28 February
৮) "Butterfly Stroke" শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- সাঁতার
৯) দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর প্রকাশিত পত্রিকার নাম কি ?
উত্তর :- ইন্ডিয়ান ওপিনিয়ন
১০) ভারতের প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ কোথায় খেলা হয় ?
উত্তর :- কলকাতা
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.