Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) বঙ্গভঙ্গের পর নবগঠিত বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?
উত্তর :- ব্যামফিল্ড ফুলার
২) 1858 খ্রিস্টাব্দে রানী ভিক্টরিয়ার ঘোষণার মাধ্যমে কে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর তথা ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং
৩) কোন বড়লাট ভারতে ডাকটিকিট এর প্রবর্তন করেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি
৪) ব্রিটিশ শাসক লর্ড ময়রা অন্য কি নামে পরিচিত ছিলেন ?
উত্তর :- লর্ড হেস্টিংস
৫) কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- লর্ড ওয়েলেসলি
৬) সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড আরউইন
৭) কোন ভাইসরয় কে "উজ্জ্বল বিফলতা" বলা হয় ?
উত্তর :- লর্ড লিটন
৮) রায়তওয়ারী ব্যবস্থা কে প্রচলন করেন ?
উত্তর :- টমাস মুনরো
৯) পাবলিক সেফটি বিলের প্রবর্তক কে ?
উত্তর :- লর্ড আরউইন
১০) একমাত্র বড়লাট যিনি ভারতের মাটিতে দেহ ত্যাগ করেন ?
উত্তর :- লর্ড মেয়ো
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.