Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
উত্তর :- ধর্মপাল
২) ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ইত্যাদি সংক্রান্ত বিদ্যা কে কি বলে ?
উত্তর :- মাইক্রোবায়োলজি
৩) কোন মোঘল সম্রাটের আসল নাম ছিল উদ দিন মুহাম্মদ ?
উত্তর :- বাবর
৪) কোন ভাইসরয় ইলবার্ট বিল বির্তকের সাথে যুক্ত ছিলেন ?
উত্তর :- লর্ড রিপন
৫) মৃচ্ছকটিকের রচয়িতা কে ?
উত্তর :- শুদ্রক
৬) আমজাদ আলী খান কোন যন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর :- সরোদ
৭) ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ?
উত্তর :- সর্দার বল্লভ ভাই প্যাটেল
৮) কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর :- ভিটামিন K
৯) দানসাগর গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর :- বল্লাল সেন
১০) উচ্চ রক্তচাপ হয় কোন খনিজ মৌলের প্রভাবে ?
উত্তর :- সোডিয়াম
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.