Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোনটি ভারতের উচ্চতম(উচ্চতায় অবস্থিত) বাঁধ ?
উত্তর :- তেহেরি বাঁধ
২) ভারতের কোন শহরে বেশি জনবসতি বসবাস করে ?
উত্তর :- মুম্বাই
৩) ভারতে বৃহত্তম সরকারী খাতের ব্যাংক কোনটি ?
উত্তর :- SBI Bank (State Bank Of India)
৪) পৃথিবীর সবচেয়ে বড়ো উপসাগর কোনটি ?
উত্তর :- মেক্সিকো উপসাগর
৫) ভারতের কোথায় প্রথম কাগজের কারখানা তৈরী হয় ?
উত্তর :- শ্রীরামপুর
৬) গুরু হরকিষান কততম শিখ গুরু ছিলেন ?
উত্তর :- ষষ্ঠ তম
৭) বিলিরুবিন এর জন্যে মূত্রের রং কি হয় ?
উত্তর :- হলুদ
৮) ভারতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ?
উত্তর :- 25 শে জানুয়ারি
৯) কোন উদ্ভিদ থেকে গদ পাওয়া যায় ?
উত্তর :- বাবলা
১০) অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তর :- সংকোচি গহ্বর
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.