100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams
![]() |
| 500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -
WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.
১) ভাকরা নাঙ্গাল জলাধারা কোন নদীর উপর অবস্থিত -
উত্তর :- শতদ্রু
২) কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর আছে -
উত্তর :- কৃষ্ণা নদী
৩) নিন্মলিখিত রাজ্য গুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত -
উত্তর :- তামিলনাড়ু
৪) বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তর :- জলপাইগুড়ি
৫) সুন্দরবনের উত্তর সীমানা দিয়ে কোন লাইনটি গেছে -
উত্তর :- ড্যাম্পিয়ার হজেস লাইন
৬) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্যে বিখ্যাত -
উত্তর :- লোকোমোটিভ
৭) পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদামের চাষ হয় ?
উত্তর :- দিঘা
৮) পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে বিখ্যাত কোন নদী ?
উত্তর :- তিস্তা
৯) পশ্চিমবঙ্গের সুন্দরবনকে "ওয়াল্ড হেরিটেজ সাইট" হিসেবে নথিভুক্ত করা হয় কবে ?
উত্তর :- 1987 সালে
১০) ভারতের গ্লাসগো নামে পরিচিত কোন শহর ?
উত্তর :- হাওড়া
১১) মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় কোন গভর্নর জেনারেল ছিলেন ?
উত্তর :- লর্ড মিন্টো
১২) ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?
উত্তর :- লর্ড বেন্টিংক
১৩) কে অস্ত্র আইন পাশ করেছিলেন ?
উত্তর :- লর্ড কার্জন
১৪) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন ?
উত্তর :- ওয়েলেসলি
১৫) ভারতে যখন ট্রেন চলাচল শুরু হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি
১৬) কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির প্রবর্তন করেছিলেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি
১৭) কোন গভর্ণর জেনারেলের আমলে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয় ?
উত্তর :- লর্ড কর্নওয়ালিস
১৮) সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন ?
উত্তর :- লর্ড বেন্টিংক
১৯) বাংলায় দৈত্ব শাসনের অবসান কে ঘটান ?
উত্তর :- লর্ড হেস্টিংস
২০) ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ শুরুর সময় কে ভারতের ইংরেজ শাসক ছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং
২১) বঙ্গভঙ্গের পর নবগঠিত বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?
উত্তর :- ব্যামফিল্ড ফুলার
২২) 1858 খ্রিস্টাব্দে রানী ভিক্টরিয়ার ঘোষণার মাধ্যমে কে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর তথা ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং
২৩) কোন বড়লাট ভারতে ডাকটিকিট এর প্রবর্তন করেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি
২৪) ব্রিটিশ শাসক লর্ড ময়রা অন্য কি নামে পরিচিত ছিলেন ?
উত্তর :- লর্ড হেস্টিংস
২৫) কলকাতায় কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- লর্ড ওয়েলেসলি
২৬) সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড আরউইন
২৭) কোন ভাইসরয় কে "উজ্জ্বল বিফলতা" বলা হয় ?
উত্তর :- লর্ড লিটন
২৮) রায়তওয়ারী ব্যবস্থা কে প্রচলন করেন ?
উত্তর :- টমাস মুনরো
২৯) পাবলিক সেফটি বিলের প্রবর্তক কে ?
উত্তর :- লর্ড আরউইন
৩০) একমাত্র বড়লাট যিনি ভারতের মাটিতে দেহ ত্যাগ করেন ?
উত্তর :- লর্ড মেয়ো
৩১) কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
উত্তর :- ধর্মপাল
৩২) ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ইত্যাদি সংক্রান্ত বিদ্যা কে কি বলে ?
উত্তর :- মাইক্রোবায়োলজি
৩৩) কোন মোঘল সম্রাটের আসল নাম ছিল উদ দিন মুহাম্মদ ?
উত্তর :- বাবর
৩৪) কোন ভাইসরয় ইলবার্ট বিল বির্তকের সাথে যুক্ত ছিলেন ?
উত্তর :- লর্ড রিপন
৩৫) মৃচ্ছকটিকের রচয়িতা কে ?
উত্তর :- শুদ্রক
৩৬) আমজাদ আলী খান কোন যন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর :- সরোদ
৩৭) ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ?
উত্তর :- সর্দার বল্লভ ভাই প্যাটেল
৩৮) কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর :- ভিটামিন K
৩৯) দানসাগর গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর :- বল্লাল সেন
৪০) উচ্চ রক্তচাপ হয় কোন খনিজ মৌলের প্রভাবে ?
উত্তর :- সোডিয়াম
৪১) বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 16 সেপ্টেম্বর
৪২) ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?
উত্তর :- পোমোলজি
৪৩) জেমস এন্ড্রু রামসে ভারতের কোন গভর্নর জেনারেলের নাম ?
উত্তর :- লর্ড ডালহৌসি
৪৪) "লুকাসস্ট্যান্ডি" কথার অর্থ কি ?
উত্তর :- হস্তক্ষেপের অধিকার
৪৫) ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
উত্তর :- অ্যাসকরবিক অ্যাসিড
৪৬) ভারতের কোথায় প্রথম কুকুরদের জন্য পার্ক তৈরী হতে চলেছে ?
উত্তর :- চন্ডিগড়
৪৭) কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উত্তর :- হিস্টলজি
৪৮) জলে গুলে যাওয়া ভিটামিন হলো -
উত্তর :- ভিটামিন C
৪৯) মর্লে-মিন্টো সংস্করণ কত সালে ঘোষিত হয় ?
উত্তর :- 1909 সালে
৫০) টেলিভিশন কে আবিস্কারক কে ছিলেন ?
উত্তর :- জে এল বেয়ার্ড
৫১) ভিটামিন D এর অভাবে যে রোগ হয় ?
উত্তর :- রিকেট
৫২) পাকস্থলীতে খাদ্য পরিপাকে সাহায্য করে কোন অ্যাসিড ?
উত্তর :- হাইড্রোক্লোরিক অ্যাসিড
৫৩) সবচেয়ে ভারী গ্যাস কি ?
উত্তর :- রেডন
৫৪) প্রত্নতত্ত্ব সংক্রান্ত বিজ্ঞানকে বলে ?
উত্তর :- আর্কিওলজি
৫৫) ভারতে কোন মশলা সবচেয়ে দামি ?
উত্তর :- জাফরান
৫৬) WWW এর Full From কি ?
উত্তর :- World Wide Web
৫৭) টুইটার লোগোতে যেই পাখিটি আছে, তার নাম কি ?
উত্তর :- Larry
৫৮) B C Ray পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর :- ঔষধ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে দেওয়া হয়।
৫৯) আসান ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- উত্তরাখন্ড
৬০) রক্তে শর্করার পরিমান বেড়ে যায় কোন খনিজ মৌলের প্রভাবে -
উত্তর :- জিংক
৬১) ভারতে ব্রিটিশ যুগে প্রথম আদমশুমারি হয়েছিল ?
উত্তর :- লর্ড মায়োর সময়ে
৬২) লেক্সিকগ্ৰাফী কথাটি কিসের সাথে যুক্ত ?
উত্তর :- অভিধান সংকলন
৬৩) বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর :- অর্শ্বঘোষ
৬৪) বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ?
উত্তর :- ভিটামিন B-১২
৬৫) "হুল" কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ?
উত্তর :- সাঁওতাল বিদ্রোহ
৬৬) হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে কোন ভিটামিন ?
উত্তর :- ভিটামিন D
৬৭) নীলদর্পণ কে রচনা করেন ?
উত্তর :- দীনবন্ধু মিত্র
৬৮) বিভিন্ন ধরনের ফলে যে ভিটাম্মিন পাওয়া যায় -
উত্তর :- ভিটামিন C
৬৯) রাশিয়ার মুদ্রার নাম কি ?
উত্তর :- রুবেল
৭০) লোহিত রক্ত কণিকার আয়ুকাল কত দিন ?
উত্তর :- 120 দিন
৭১) ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি ?
উত্তর :- জাগ্রেব
৭২) কোন খেলা কেবলমাত্র দেন হাত দিয়েই খেলার নিয়ম আছে ?
উত্তর :- পোলো
৭৩) কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন ?
উত্তর :- সুইডেন
৭৪) ব্রিটিশ শাসনকালে অর্থনৈতিক ড্রেনের নীতি সম্পর্কে বইটি কে লিখেছিলেন ?
উত্তর :- দাদাভাই নৌরাজি
৭৫) গোপন লেখা পড়ার বিজ্ঞানকে কি বলা হয় ?
উত্তর :- ক্রিপ্টোগ্রাফি
৭৬) রোহিঙ্গারা উপজাতি কোথায় দেখা যায় ?
উত্তর :- মায়ানমার
৭৭) মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান কে কি বলা হয় ?
উত্তর :- এগ্রোনোমি
৭৮) শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি ?
উত্তর :- কঠিন মাধ্যমে
৭৯) প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়
উত্তর :- 1930 সালে (উরুগুয়ে)
৮০) কোন দেশ সর্বাধিক ফিফা বিশ্বকাপ জিতেছে ?
উত্তর :- ব্রাজিল (5 বার )
৮১) "বৃহৎসংহিতা" কার লেখা ?
উত্তর :- বরাহমিহির
৮২) "গুলমুকাই" কার ছদ্মনাম ?
উত্তর :- মামালা উসাফজাঈ
৮৩) মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে কোন ভিটামিন ?
উত্তর :- ভিটামিন E
৮৪) গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- মধ্যপ্রদেশ
৮৫) যদি দুটি চুম্বকের একই মেরু একত্রিত করা হয় তবে কি ঘটনা ঘটবে ?
উত্তর :- বিকর্ষণ করবে
৮৬) 1802 সালের "বেসিনের চুক্তি" কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর :- ব্রিটিশ ও দ্বিতীয় বাজিরাও
৮৭) ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয় ?
উত্তর :- রাজা রামমোহন রায়
৮৮) লেবুর রসে কোন অ্যাসিড থাকে ?
উত্তর :- সাইট্রিক অ্যাসিড
৮৯) তেলে মিশে যায় কোন ভিটামিন ?
উত্তর :- ভিটামিন K
৯০) মানুষের শরীরে সুষুন্মা স্নায়ুর সংখ্যা কত ?
উত্তর :- 31 জোড়া
৯১) বেকিং সোডা বলা হয় কাকে ?
উত্তর :- সোডিয়াম বাই কার্বনেট
৯২) রক্তে সুগারের বৃদ্ধি কোন কোষ দ্বারা সনাক্ত করা হয় ?
উত্তর :- অগ্ন্যাশয়
৯৩) সাধারণত তড়িৎ ধনাত্মক উপাদানগুলির ভারসাম্যতা কত হয় ?
উত্তর :- 1,2 ও 3
৯৪) নিন্মলিখিত কোন ধরনের টিস্যু কোষ বিভাজনে সক্ষম ?
উত্তর :- মেরিস্টেম্যাটিক
৯৫) নিচের কোনটি প্রোটোজোয়া নয় ?
ইউগ্লিনা , প্রোটন ও হাইড্রা
উত্তর :- হাইড্রা
৯৬) কোন বিজ্ঞানী প্রমান করেন যে জল একটি যৌগিক পদার্থ ?
উত্তর :- ক্যাভেন্ডিস
৯৭) অমর্ত্য সেন কোন সালে অর্থনীতিতে নোবেল পান ?
উত্তর :- 1998 সালে
৯৮) SEBI (The Securities and Exchange Board of India) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর :- মুম্বাই
৯৯) "মানব জমিন" কোন বিখ্যাত লেখকের রচনা ?
উত্তর :- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০০) কে প্রথম টেলিস্কোপের সাহায্যে চাঁদ দর্শন করেন ?
উত্তর :- গ্যালিলিও
PDF File Details :-
PDF Name :- GK For WBP GEOUP D
Language :- Bengali
File Size :- 566 KB


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.