Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) প্রথম ভারতীয় যিনি ভারতের সুপ্রিম কোটের প্রধান বিচারপতি -
উত্তর :- হীরালাল কানিয়া
২) ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তর :- স্যার হেরোডোটাস
৩) কোন রাজ্যে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় ?
উত্তর :- তামিলনাড়ু
৪) কোন জাহাজের নাবিকদের হাত ধরে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল ?
উত্তর :- তলোয়ার
৫) কত সালে শ্রমজীবী সমিতি গঠিত হয়েছিল ?
উত্তর :- 1870 সালে
৬) ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- ওড়িশা
৭) গুজরাট রাজ্যটি কত সালে রাজ্যরূপে আত্মপ্রকাশ পায় ?
উত্তর :- 1960 সালে
৮) সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয় ?
উত্তর :- হাইড্রোক্লোরিক অ্যাসিড
৯) কোন শহরকে "স্কটল্যান্ড অফ দ্য ইস্ট" বলা হয় ?
উত্তর :- শিলং
১০) হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরী করেন ?
উত্তর :- প্রিস্টলি
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.