Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) মূত্রে বিলিরুবিন এর মাত্রা বেড়ে গেলে মূত্রের রঙের কি পরিবর্তন হয় ?
উত্তর :- হলুদ বর্ণ ধারণ করবে।
২) গুরু হারকিষান কততম শিখ গুরু ছিলেন ?
উত্তর :- ষষ্ঠতম
৩) ভারতে কত সালে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ?
উত্তর :- 1898 সালে
৪) শিখদের প্রথম শহীদ গুরু হলেন ?
উত্তর :- গুরু অৰ্জুন দেব
৫) ভারতের প্রবাসী দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 9 ই জানুয়ারি
৬) "অভিনব ভারত" কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1904 সালে
৭) মুঘল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল ?
উত্তর :- ফৈজাবাদ
৮) সালোকসংশ্লেষের কোন দশায় গ্লুকোজ উৎপাদিত হয় ?
উত্তর :- অন্ধকার দশায়
৯) কাকে ডিহিংগ এক্সপ্রেস বলা হয় ?
উত্তর :- হিমা দাসকে
১০) ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- রাজস্থান
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.