Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- ভূপেন্দ্রনাথ দত্ত
২) "মাই এক্সপেরিমেন্ট উইথ টুথ " গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- মহাত্মা গান্ধী
৩) "হিন্দু পেট্রিয়ট" এর সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- হরিশচন্দ্র মুখার্জি
৪) "মারহাট্টা" প্রকাশ করেন কে ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক
৫) "আল - হিলাল" কে প্রকাশ করেছিলেন ?
উত্তর :- আবুল কালাম আজাদ
৬) নীল বিদ্রোহের কথা কোন পত্রিকায় বিশেষভাবে ছাপা হয়েছিল ?
উত্তর :- হিন্দু প্যাট্রিয়ট
৭) "কমরেড "নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- মহম্মদ আলী
৮) নিন্মলিখিত কোন উপন্যাস থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা প্রেরণা পেত ?
উত্তর :- আনন্দমঠ
৯) মাসিক পত্রিকা দিকদর্শন কে প্রকাশ করেন ?
উত্তর :- মার্শম্যান
১০) আনন্দমঠ গ্রন্থের লেখক কে ?
উত্তর :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.