Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) "নীলদর্পণ" ইংরেজিতে অনুবাদ করেন কে ?
উত্তর :- মাইকেল মধুসূদন দত্ত
২) সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- দয়ানন্দ স্বরস্বতী
৩) সংবাদ কৌমুদী কে প্রকাশ করতেন ?
উত্তর :- রাজা রামমোহন রায়
৪) "নীলদর্পন" এর ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্যে কোন ব্যক্তি শাস্তি পান ?
উত্তর :- রেভারেন্ড জেমস লং
৫) বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- অরবিন্দ ঘোষ
৬) "অমৃত" পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- শিশিরকুমার ঘোষ
৭) বর্তমানে দৈনিক দি স্টেটম্যান পত্রিকার পুরোনো নাম কি ছিল ?
উত্তর :- ফ্রেন্ডস অফ ইন্ডিয়া
৮) "মিরাত উল আকবর" কে প্রকাশ করেন ?
উত্তর :- রামমোহন রায়
৯) "কেশরী" পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক
১০) 1818 সালে প্রথম বাংলা সাপ্তাহিক "সমাচার দর্পন" কোথায় থেকে চালু করা হয় ?
উত্তর :- শ্রীরামপুর
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.