Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিচের কোন ব্যক্তি রাজতরঙ্গিনী ফারসি ভাষায় অনুবাদ করেছেন ?
উত্তর :- জয়নুল আবেদিন
২) পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল ?
উত্তর :- 1817 সালে
৩) পশ্চিমবঙ্গের কোন জেলায় সাহেব বাঁধ রয়েছে ?
উত্তর :- পুরুলিয়া
৪) প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোথায় স্থাপিত হয় ?
উত্তর :- মাদ্রাজ
৫) ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কবে গঠিত হয় ?
উত্তর :- 2009 সালে
৬) কোন নীতির উপর ভিত্তি করে টেপরেকর্ডার কাজ করে ?
উত্তর :- তড়িৎচুম্বকীয় আবেশ
৭) পশ্চিমবঙ্গে কবে প্রথম সাধারণ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ?
উত্তর :- 1978 সালে
৮) মন্ট্রিয়াল চুক্তি কোন দেশের সাথে সম্পর্কিত ?
উত্তর :- কানাডা
৯) সরল বর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য ?
উত্তর :- তৈগা
১০) মানবদেহে সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি -
উত্তর :- প্লীহা
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.