Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) অ্যামোনিয়া বাতাসে পোড়ালে উৎপন্ন হয় ?
উত্তর :- N2 ও H2O
২) স্যালাইন ওয়াটার হলো NaCl এর ______ জলীয় দ্রবণ।
উত্তর :- 0.9 %
৩) কোন বিজ্ঞানী সর্বপ্রথম NH3 গ্যাস প্রস্তুত করেন ?
উত্তর :- প্রিস্টলি
৪) নেসলার বিকারকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলে কোন বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয় ?
উত্তর :- তামাটে
৫) শুষ্ক বরফ হলো -
উত্তর :- কঠিন কার্বন ডাই অক্সাইড
৬) পচা ডিমের মতো গন্ধযুক্ত একটি গ্যাস হলো -
উত্তর :- অ্যামোনিয়া
৭) নিচের কোনটির সাধারণ নাম ওয়াশিং সোডা ?
উত্তর :- সোডিয়াম কার্বনেট
৮) পেট্রোলের রাসায়নিক নাম কি ?
উত্তর :- গ্যাসোলিন
৯) দস্তার ছিবড়ার সঙ্গে কোনটিকে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায় ?
উত্তর :- সালফিউরিক অ্যাসিড
১০) লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ NH3 থাকে ?
উত্তর :- 35%
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.