Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিচের কোনটি উৎসেচক নয় ?
উত্তর :- ট্রিপসিন
২) যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় -
উত্তর :- ভিটামিন C
৩) "জীববিদ্যার জনক" কাকে বলা হয় ?
উত্তর :- অ্যারিস্টটল
৪) মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় ?
উত্তর :- টায়ালিন
৫) নিন্মলিখিত কোন হাড়টি মানুষের পায়ে থাকে না ?
টিবিয়া, হিউমেরাস, ফিমার ও ফিবিউলা
উত্তর :- হিউমেরাস
৬) পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় -
উত্তর :- একডাইসন দ্বারা
৭) একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালের সংখ্যা কত ?
উত্তর :- 206 টি হাড়
৮) মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ ?
উত্তর :- মস্তিষ্ক
৯) যে রোগগুলি থেকে রক্ষা পেতে শিশুদের DPT টিকা দেওয়া হয়, সেগুলি হলো -
উত্তর :- ডিপথেরিয়া,হুপিং কাশি ও টিটেনাস
১০) বৃক্কের প্রধান কাজ হলো -
উত্তর :- দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.