Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি ?
উত্তর :- শুক্র
২) গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট ও বড়ো কারা ?
উত্তর :- বুধ,বৃহস্পতি
৩) পৃথিবীর যমজ গ্রহ হলো -
উত্তর :- শুক্র
৪) সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি ?
উত্তর :- করোনা
৫) আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত ?
উত্তর :- ১৮০ ডিগ্রি
৬) 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ?
উত্তর :- 4 মিনিট
৭) 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ?
উত্তর :- 4 সেকেন্ড
৮) সিসমোগ্রাফ দ্বারা কি করা হয় ?
উত্তর :- ভূমিকম্পের তীব্রতা মাপে
৯) পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয় ?
উত্তর :- জাপান
১০) পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিন্ম হয় ?
উত্তর :- 3 জানুয়ারি
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.