Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো -
উত্তর :- মান
২) ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো -
উত্তর :- মান ও দিক
৩) ফ্যারাড (F) কোন রাশির একক ?
উত্তর :- ধারকত্ব
৪) নিচের কোনটি এককহীন রাশি ?
উত্তর :- আপেক্ষিক গুরুত্ব
৫) পৃথিবীর কেন্দ্রে g - এর মান কত ?
উত্তর :- শূন্য
৬) E = mc^2 সমীকরণ কে আবিষ্কার করেন ?
উত্তর :- আইনস্টাইন
৭) বরফ গলনের লীনতাপ -
উত্তর :- 80 ক্যালোরি/গ্রাম
৮) জলের বাষ্পীভবনের লীনতাপ -
উত্তর :- 537 ক্যালোরি/গ্রাম
৯) দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পরে, কারণ -
উত্তর :- স্থিতিজাড্য
১০) একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুকটি -
উত্তর :- গুলির সমান ভরবেগে কিন্তু গুলির গতির বিপরীত দিকে গতিপ্রাপ্ত হয়
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.