Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- রাঁচি
২) বাস্কেটবল খেলার জন্যে উভয়পক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় ?
উত্তর :- 5 জন
৩) প্রথম কোন ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলন ?
উত্তর :- অভিনব বিন্দ্রা
৪) মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- লন টেনিস
৫) কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন ?
উত্তর :- সি কে নাইডু
৬) "টাইগার উডস" হলেন -
উত্তর :- গল্ফ চ্যাম্পিয়ন
৭) "গ্রিন পার্ক" স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- কানপুর
৮) "ব্রেস্টস্টোক" শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত ?
উত্তর :- সাঁতার
৯) নিন্মলিখিত কোন ব্যক্তি ভারতে বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত নয় ?
উত্তর :- মিহির সেন
১০) বিখ্যাত খেলোয়াড় মারাদোনা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- ফুটবল
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.