Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোশ হলো -
উত্তর :- স্নায়ুকোশ
২) সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদকোশ কোনটি ?
উত্তর :- রেমি উদ্ভিদের তন্তুকোশ
৩) কোষপ্রাচীর থাকে -
উত্তর :- উদ্ভিদকোষে
৪) কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় ?
উত্তর :- মাইট্রোকনড্রিয়া
৫) নিচের কোনটিকে "আত্মঘাতী থলি" বলা হয় ?
উত্তর :- লাইসোজোম
৬) সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডকে কি বলা হয় ?
উত্তর :- ক্লোরোপ্লাস্ট
৭) নিন্মের কোন অঙ্গাণুটি সমস্ত কোষেই উপস্থিত ?
উত্তর :- রাইবোজোম
৮) কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয় ?
উত্তর :- মাইটোসিস
৯) জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হলো -
উত্তর :- হ্যাপ্লয়েড
১০) কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় ?
উত্তর :- জাইলেম
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.