Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) "ওয়েলফেয়ার স্টেট" সম্বন্ধে বলা আছে -
উত্তর :- নির্দেশমূলক নীতিসমূহে
২) ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় ?
উত্তর :- সম্পত্তির অধিকার
৩) ভারতীয় সংবিধানে মোট কত প্রকার জরুরি অবস্থার উল্লেখ আছে ?
উত্তর :- তিন প্রকার
৪) নিন্মলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না ?
হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক, রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্টের বিচারপতি ও উপরাষ্ট্রপতি
উত্তর :- উপরাষ্ট্রপতি
৫) মন্ত্রীসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ?
উত্তর :- লোকসভা
৬) সংসদ অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হতে হবে ?
উত্তর :- ৬ সপ্তাহ
৭) নিন্মলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও, বর্তমানে এটি একটি আইনি অধিকার ?
স্বাধীনতার অধিকার, শোষনের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার ও ধর্মীয় স্বাধীনতার অধিকার
উত্তর :- সম্পত্তির অধিকার
৮) নিন্মলিখিত তথ্যের মধ্যে কোনটি ভূল ?
(i) উপরাষ্ট্রপতির বেতন ও ভাতা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই
(ii) উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে রাজ্যসভার সদস্য হতে হবে
(iii) উপরাষ্ট্রপতির কার্যকাল হলো 5 বছর
(iv) উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশন
উত্তর :- উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশন
৯) সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিন্মতন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয় ?
উত্তর :- প্রোহিবিশন
১০) সংবিধানের অষ্টম তফশিলের আলোচ্য বিষয় হলো -
উত্তর :- আঞ্চলিক ভাষাসমূহ
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.