Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) টিটেনাস বা ধনুষ্টংকার রোগের জন্যে দায়ী ব্যাকটেরিয়া হলো -
উত্তর :- ক্লসট্রিডিয়াম টিটেনি
২) নিন্মলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় ?
উত্তর :- ইনফ্লুয়েঞ্জা
৩) পাতার সবুজ বর্ণের জন্যে দায়ী -
উত্তর :- ক্লোরোফিল
৪) BCG টিকা কোন রোগের প্রতিষেধক ?
উত্তর :- যক্ষা
৫) "হার্ট অ্যাটাকের' কারণ -
উত্তর :- রক্তে কোলেস্টরল
৬) "জিন" হলো -
উত্তর :- বংশগতির একক
৭) গোবর গ্যাসের মুখ্য উপাদান কি ?
উত্তর :- মিথেন
৮) রিকেট রোগের সঙ্গে জড়িত -
উত্তর :- হাড়
৯) মানবদেহের বৃহৎ পেশীটি রয়েছে -
উত্তর :- কোমরে
১০) কুষ্ঠের জন্যে দায়ী ব্যাকটেরিয়া হলো -
উত্তর :- মাইকোব্যাকটেরিয়াম
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.