Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) অ্যাসিড সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় -
উত্তর :- কাচ
২) একটি লোহার পেরেকের ওপর মরিচা পড়লে, আয়রন অক্সাইড তৈরী হয় এবং -
উত্তর :- সঙ্গে ওজন বৃদ্ধি পায়
৩) বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে কি বলা হয় ?
উত্তর :- আইসোবার
৪) ফ্ল্যাশ বালবের তার যে ধাতু দ্বারা নির্মিত, তা হলো -
উত্তর :- ম্যাগনেশিয়াম
৫) কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় -
উত্তর :- শুষ্ক বরফ
৬) কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উৎস কি ?
উত্তর :- সৌর কোষ
৭) ফল পাকাতে নিন্মলিখিত কোনটি ব্যবহার করা হয় ?
উত্তর :- ইথিলিন
৮) নিন্মলিখিত কোনটি খুব দ্রুত ব্যাপিত হতে পারে ?
উত্তর :- গ্যাস
৯) নিন্মলিখিত কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমন্ডলে পাওয়া যায় না ?
উত্তর :- রেডন
১০) রেফ্রিজারেটরে শীতলকারক হিসেবে ব্যবহৃত হয় -
উত্তর :- ফ্রেয়ন
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.