Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিন্মলিখিত কোন ভাইসরয় হান্টার কমিশন গঠন করেছিলেন ?
উত্তর :- লর্ড রিপন
২) নিন্মলিখিত কোন কমিটি "Universal Banking" প্রবর্তনের সুপারিশ করেছিলেন ?
উত্তর :- আর এইচ খান কমিটি
৩) ম্যাকমোহন সীমান্তরেখা নিন্মলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
উত্তর :- ভারত ও চীন
৪) বারাণসী কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর :- গঙ্গা
৫) ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু কোনটি ?
উত্তর :- অ্যালুমিনিয়াম
৬) "জগতের আলো" উপাধি কাকে দেওয়া হয় ?
উত্তর :- মেহেরউন্নিসা
৭) কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ওঠানো হলে, তার ওজন -
উত্তর :- কমবে
৮) কত সালে প্রথম ভারতে সংবিধান সংশোধন করা হয় ?
উত্তর :- 1951 সালে
৯) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন ?
উত্তর :- বদরুউদ্দিন তায়েবজি
১০) Indian National Association বা ভারতসভা কে গঠন করেন ?
উত্তর :- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.