Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) "মাম্পস" রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় ?
উত্তর :- প্যারোটিড গ্রন্থি
২) "সল্ক" টিকা কোন রোগের প্রতিনিষেধক হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর :- পোলিও
৩) কিসের অভাবের জন্যে অ্যানিমিয়া হয় ?
উত্তর :- আয়রন
৪) "বায়োপসি" করা হয় -
উত্তর :- জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে
৫) নিন্মলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে ?
উত্তর :- মস্তিষ্ক
৬) যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে, সেটি হলো -
উত্তর :- কোষপ্রাচীর
৭) "ডিওডিনাম" মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ ?
উত্তর :- অন্ত্র
৮) হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো -
উত্তর :- লোহা
৯) টাইফয়েড ও কলেরা একধরণের -
উত্তর :- জলবাহিত রোগ
১০) কোন রোগ নির্ণয়ের জন্যে ওয়াইডাল পরীক্ষা করা হয় ?
উত্তর :- টাইফয়েড
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.