Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিন্মলিখিতের মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয় ?
উত্তর :- বরফের গলন
২) ভিনিগারে উপস্থিত অ্যাসিড হলো -
উত্তর :- অ্যাসিটিক অ্যাসিড
৩) কয়লার প্রধান উপাদান কি ?
উত্তর :- কার্বন
৪) নিন্মলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় ?
উত্তর :- ইথিলিন
৫) নিন্মলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ?
উত্তর :- অক্সিজেন
৬) কেটে যাওয়া দুধে কি অ্যাসিড থাকে ?
উত্তর :- ল্যাকটিক অ্যাসিড
৭) সিলিন্ডারে LPG -এর লিকেজ শনাক্তকরণের জন্যে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তা হলো -
উত্তর :- ইথাইল মারক্যাপ্টন
৮) লোহার বিশুদ্ধ রূপটি কি ?
উত্তর :- পেটা লোহা
৯) নিন্মলিখিত কোন অ্যাসিডটি চা -এ পাওয়া যায় ?
উত্তর :- ট্যানিক অ্যাসিড
১০) খরজল কোনটি পাওয়া যায় ?
উত্তর :- ক্যালশিয়াম
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.