Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সূর্যের উত্তরমুখী আপাত গতি বা উত্তরায়ণের সময় -
উত্তর :- 22 ডিসেম্বর থেকে 21 জুন
২) সূর্যের দক্ষিণমুখী আপাত গতি বা দাক্ষিণায়নের সময় -
উত্তর :- 21 জুন থেকে 22 ডিসেম্বর
৩) কোন দুটি দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র সমান দিন ও রাত্রি হয় ?
উত্তর :- 21 মার্চ ও 23 সেপ্টেম্বর
৪) কোন দুটি দিন যথাক্রমে মহাবিষুব ও জলবিষুব ?
উত্তর :- 21 মার্চ ও 23 সেপ্টেম্বর
৫) সূর্যগ্রহণ কখন হয় ?
উত্তর :- চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে থাকে
৬) সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীকে ঘিরে পূর্ব-পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তা হলো -
উত্তর :- নিরক্ষরেখা
৭) চন্দ্রগ্রহণ কখন হয় ?
উত্তর :- পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে
৮) কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্য্ দেশের সময় নির্ধারণ করা হয় ?
উত্তর :- গ্রিনিচ শহর
৯) পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি ?
উত্তর :- আগ্নেয় শিলা
১০) ভূত্বকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তর :- আগ্নেয় শিলা
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.