Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সম্মিলিত জাতিপুঞ্জ এর প্রথম মহাসচিব কে ছিলেন ?
উত্তর :- ট্রিগভি লি
২) সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ বা 193তম সদস্যতা প্রাপ্ত হলো -
উত্তর :- রিপাবলিক অব সাউথ সুদান
৩) বিশ্ব ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট কে ?
উত্তর :- ডেভিড ম্যালপাস
৪) রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর :- শ্রীমতি বিজয়লক্ষী পন্ডিত
৫) বিশ্ব AIDS দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 1 ডিসেম্বর
৬) UNESCO এর সদর দফতর অবস্থিত -
উত্তর :- প্যারিস
৭) বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় -
উত্তর :- 31 মে
৮) রাষ্ট্রসংঘের সদর দফতর অবস্থিত -
উত্তর :- নিউ ইয়র্ক
৯) ADB ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর :- ম্যানিলা
১০) বিশ্ব ব্যাঙ্ক (যা International Reconstruction and Development Bank নামেও পরিচিত ) -এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তর :- ওয়াসিংটন ডি.সি.
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.