Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ইস্পাতকে কঠিন করার জন্যে আমরা যোগ করি ?
উত্তর :- কার্বন
২) নিন্মলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি কোনটি ?
উত্তর :- ইউরেনিয়াম
৩) দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমানবিক ভর সমান হলে, তাদের বলা হয় -
উত্তর :- আইসোবার
৪) লিগনাইট একধরণের -
উত্তর :- কয়লা
৫) জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে ?
উত্তর :- মিথেন
৬) প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে, তাহলো -
উত্তর :- আয়রন অক্সাইড
৭) নিন্মলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে ?
উত্তর :- Fe
৮) সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয়, তা হলো -
উত্তর :- সাবাণীকরণ
৯) ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ, তা হলো -
উত্তর :- হাইড্রোজেন
১০) নিন্মলিখিতের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস ?
উত্তর :- আর্গন
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.