Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ?
উত্তর :- 4 টি
২) বের্নোর্দো কোন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ?
উত্তর :- ইতালি
৩) থিসারা পেরেরা কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
উত্তর :- ক্রিকেট
৪) অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান কত সালে ?
উত্তর :- 1998 সালে
৫) রাষ্ট্রপতি কোন বিলে তাঁর সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন ?
উত্তর :- অর্থবিল ও সংবিধান সংশোধনী বিল
৬) ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের অনুকরণে গ্রহণ করা হয়েছে ?
উত্তর :- জার্মানির সংবিধান
৭) মুখ্যমন্ত্রী হবার জন্যে নূন্যতম কত বছর বয়স প্রয়োজন ?
উত্তর :- 25 বছর
৮) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রসমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে ?
উত্তর :- 44 ধারা
৯) নিচের কোন ব্যক্তি "রাজতরঙ্গিনী" পার্সি ভাষায় অনুবাদ করেছেন ?
উত্তর :- জৈন-উল-আবেদীন
১০) "সশস্ত্র শান্তির যুগ" বলতে কোন সময়কালকে বোঝায় ?
উত্তর :- 1871-1913 সাল পর্যন্ত
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.