100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real | WBP| RRB Group D| NTPC - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৪ সেপ্টেম্বর ২০২১

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real | WBP| RRB Group D| NTPC

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams 


GK%2BDREAM%2BNOT%2BREAL
500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

👉 Dream Not Real
          নমস্কার বন্ধুরা ,

                                 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -

WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.


আমরা আশা করবো, এই প্রশ্ন গুলো, আপনাদের আগামী সব পরিক্ষায় সাহায্য করবে।


★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 

👉 নিচে PDF link দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিন । 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


১) কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি ?

উত্তর :- সোডিয়াম কার্বনেট    

২) মাদাম কুরি কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন ?

উত্তর :- পিচ ব্লেড 

৩) EPIC CARD কে তৈরী করতে পারেন ?

উত্তর :- নির্বাচন কমিশন    

৪) SEBI কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর :- 1988 সালে 

৫) পশ্চিমবঙ্গে কবে প্রথম সাধারণ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর :- 1978 সালে 

৬) এক পারসেক সমান কতো আলোকবর্ষ ?

উত্তর :- 3.26 আলোকবর্ষ 

৭) নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কিত ?

উত্তর :- মৎস্য উৎপাদন     

৮) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে ?

উত্তর :- 280 নং ধারায় 

৯) হিন্দুস্থান কেবলস কোথায় অবস্থিত ?

উত্তর :- রূপনারায়ণপুর  

১০) সরিস্কা কি জন্যে বিখ্যাত ?

উত্তর :- ব্যাঘ্র অভয়রণ্য   

১১) জৈব অ্যাসিড কোনটি ?

টারটারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড 

উত্তর :- দুটিই       

১২) চেরোনবিল দুর্ঘটনা কত সালে হয় ?

উত্তর :- 1986 সালে 

১৩) সবচেয়ে ছোট গ্রহ কোনটি ?

উত্তর :- বুধ     

১৪) কোন মোগল সম্রাট তার রাজধানী ফতেপুর সিক্রি করেছিলেন ?

উত্তর :- আকবর    

১৫) বেনারস বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- উত্তরপ্রদেশ     

১৬) কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর :- কুষাণ 

১৭) ভারতীয় ইতিহাসে কোন সম্রাট "আলমগীর" নামে পরিচিত ?

উত্তর :- ঔরংজেব    

১৮) গুরু রাম দাস 1577 সালে কোন স্থানটি স্থাপন করেন ?

উত্তর :- অমৃতেরস্বর 

১৯) চাণক্য কার মন্ত্রীসভার  মন্ত্রী ছিলেন ?

উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য   

২০) কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন এবং নালন্দা বিশ্ববিদ্যলয়ের শিক্ষক ছিলেন ?

উত্তর :- হিউয়েন স্যাং      

২১) পৃথিবীর সবচেয়ে বড়ো মহাদেশ কোনটি ?

উত্তর :- এশিয়া      

২২) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?

উত্তর :- নীল নদ    

২৩) S আকৃতির সাগর কোনটি ?

উত্তর :- আটলান্টিক সাগর 

২৪) কোথায় পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত আছে ?

উত্তর :- ভেনেজুয়েলা   

২৫) পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?

উত্তর :- বৈকাল হ্রদ    

২৬) পৃথিবীর সবচেয়ে বড়ো মরুভূমি কোনটি ?

উত্তর :- সাহারা মরুভূমি   

২৭) পৃথিবীর সবচেয়ে বড়ো মিউজিয়াম কোনটি ?

উত্তর :- ব্রিটিশ মিউজিয়াম 

২৮) ভারতের সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ?

উত্তর :- উলার হ্রদ     

২৯) ভারতের সবচেয়ে বড়ো গুহা কোনটি ?

উত্তর :- অমরনাথ গুহা   

৩০) 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের কোথায় সবচেয়ে বেশি বনভূমি দেখা যায় ?

উত্তর :- মধ্যপ্রদেশ 

৩১) কোনটি ভারতের উচ্চতম(উচ্চতায় অবস্থিত) বাঁধ ?

উত্তর :- তেহেরি বাঁধ  

৩২) ভারতের কোন শহরে বেশি জনবসতি বসবাস করে ?

উত্তর :- মুম্বাই 

৩৩) ভারতে বৃহত্তম সরকারী খাতের ব্যাংক কোনটি ?

উত্তর :- SBI Bank (State Bank Of India)

৩৪) পৃথিবীর সবচেয়ে বড়ো উপসাগর কোনটি ?

উত্তর :- মেক্সিকো উপসাগর

৩৫) ভারতের কোথায় প্রথম কাগজের কারখানা তৈরী হয় ?

উত্তর :- শ্রীরামপুর

৩৬) গুরু হরকিষান কততম শিখ গুরু ছিলেন ?

উত্তর :- ষষ্ঠ তম

৩৭) বিলিরুবিন -এর জন্যে মূত্রের রং কি হয় ?

উত্তর :- হলুদ

৩৮) ভারতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ?

উত্তর :- 25 শে জানুয়ারি

৩৯) কোন উদ্ভিদ থেকে গদ পাওয়া যায় ?

উত্তর :- বাবলা

৪০) অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?

উত্তর :- সংকোচি গহ্বর

৪১) শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :- ঝিলাম

৪২) চিত্রকূট, চাচাই এবং কেক্টন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- মধ্যপ্রদেশ

৪৩) "লা" শব্দের অর্থ কি ?

উত্তর :- গিরিপথ

৪৪) চম্বল নদীর উৎস কোথায় ?

উত্তর :- বিন্ধ্য পর্বত

৪৫) জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর :- তিস্তা ও করলা

৪৬) কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত ?

উত্তর :- নর্মদা

৪৭) ভারতের আগ্নেয়গিরি দ্বীপের নাম কি ?

উত্তর :- নর কনডম

৪৮) সোমসিলা বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- অন্ধ্রপ্রদেশ

৪৯) তিব্বতে সাংপো নামে পরিচিত কোন নদীটি ?

উত্তর :- ব্রহ্মপুত্র

৫০) মাজুলি দ্বীপটি অবস্থিত কোথায় ?

উত্তর :- অসমের ব্রহ্মপুত্র নদী

৫১) মাকড়সার রেচন অঙ্গের নাম কি ?

উত্তর :- কক্সাল গ্রন্থি

৫২) অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে ?

উত্তর :- ঘ্রান

৫৩) কোনটি উদ্ভিদ হরমোন নয় ?

উত্তর STH (Somatotropic/Somatotropin Hormone) 

৫৪) ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?

উত্তর :- ইথাইলিন

৫৫) ACTH (Adrenocorticotropic Hormone)এর বেশি ক্ষরণে কোন রোগ হয় ?

উত্তর :- কুশিং রোগ

৫৬) কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে ?

উত্তর :- ACTH (Adrenocorticotropic Hormone)

৫৭) কোন উদ্ভিদ থেকে রজন নিঃসরণ হয় ?

উত্তর :- পাইন

৫৮) ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি ?

উত্তর :- ফ্লেমকোষ

৫৯) সবুজগ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ ?

উত্তর :- চিংড়ি

৬০) কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয় ?

উত্তর :- অ্যাড্রিনালিন

৬১) কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরী হয় ?

উত্তর :- অরনিথিন চক্র

৬২) অক্সিন কি ?

উত্তর :- উদ্ভিদ হরমোন

৬৩) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত ?

উত্তর :- 1.36 কিগ্ৰা

৬৪) ভেগাস স্নায়ু নিন্মলিখিত কোন ধরনের স্নায়ু ?

উত্তর :- মিশ্র স্নায়ু

৬৫) বাণ তেল পাওয়া যায় কোন গাছে ?

উত্তর :- লবঙ্গ গাছে

৬৬) মিক্সিডিমা রোগ কোন হরমোন স্বল্প ক্ষরণের ফলে দেখা দেয় ?

উত্তর :- থাইরক্সিন

৬৭) পিটুইটারী হলো -

উত্তর :- অন্তঃক্ষরা গ্রন্থি

৬৮) অপটিক স্নায়ু একপ্রকার -

উত্তর :- সংজ্ঞাবহ স্নায়ু

৬৯) কোন অনাল গ্রন্থিকে মাস্টার গ্র্যান্ড বলে ?

উত্তর :- পিটুইটারী

৭০) কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ?

উত্তর :- ইনসুলিন

৭১) বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন -

উত্তর :- অক্সিন

৭২) মরফিন এর উৎস কোন গাছে থেকে -

উত্তর :- আফিং

৭৩) জীবদেহের রাসায়নিক সমন্বায়করূপে কাজ করে কি ?

উত্তর :- হরমোন

৭৪) ত্বকের বহিঃ আবরণটি হল -

উত্তর :- এপিডার্মিস

৭৫) বীজের অঙ্কুরোদগমে সাহায্য করে -

উত্তর :- জিব্বেরেলিন

৭৬) শিশুদের হাঁটা শেখাটা কি ধরনের প্রতিবর্ত -

উত্তর :- অভ্যাসগত প্রতিবর্ত

৭৭) ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?

উত্তর :- অগ্রমস্তিস্ক

৭৮) সিস্টোলিথ রাসায়নিক ভাবে কি ?

উত্তর :- ক্যালসিয়াম কার্বনেট

৭৯) বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি ?

উত্তর :- নেফ্রন

৮০) মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে ?

উত্তর :- CSF (Cerebrospinal fluid)

৮১) মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি ?

উত্তর :- মেনিনজেস

৮২) IAA বা ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড কোন হরমোনের রাসায়নিক নাম ?

উত্তর :- অক্সিন

৮৩) গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্টি হয় ?

উত্তর :- থাইরক্সিন

৮৪) পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় রয়েছে ?

উত্তর :- পুরুলিয়া

৮৫) কোন সংবিধান সংশোধনীতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে ?

উত্তর :- 86 নং

৮৬) সংবিধানের কোন ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বলা আছে ?

উত্তর :- 360 নং ধারায়

৮৭) সংবিধানের কত নং ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে ?

উত্তর :- 280 নং ধারায়

৮৮) সুপ্রিম কোর্টের প্রথম দলিত প্রধান বিচারপতি কে ছিলেন ?

উত্তর :- কে জি বালাকৃষ্ণান

৮৯) 1946 সালের নৌ বিদ্রোহের সময় নৌ সেনাপতি কে ছিলেন ?

উত্তর :- অ্যাডমিয়াম গডফ্রে

৯০) কোন ভারতীয়কে নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদন্ড দিলেও কে তাকে ক্ষমা করে দিতে পারেন ?

উত্তর :- রাষ্ট্রপতি

৯১) প্রথম ভারতীয় যিনি ভারতের সুপ্রিম কোটের প্রধান বিচারপতি -

উত্তর :- হীরালাল কানিয়া

৯২) ইতিহাসের জনক কাকে বলা হয় ?

উত্তর :- স্যার হেরোডোটাস

৯৩) কোন রাজ্যে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় ?

উত্তর :- তামিলনাড়ু

৯৪) কোন জাহাজের নাবিকদের হাত ধরে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল ?

উত্তর :- তলোয়ার

৯৫) কত সালে শ্রমজীবী সমিতি গঠিত হয়েছিল ?

উত্তর :- 1870 সালে

৯৬) ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- ওড়িশা

৯৭) গুজরাট রাজ্যটি কত সালে রাজ্যরূপে আত্মপ্রকাশ পায় ?

উত্তর :- 1960 সালে

৯৮) সামুদ্রিক অ্যাসিড কাকে বলা হয় ?

উত্তর :- হাইড্রোক্লোরিক অ্যাসিড

৯৯) কোন শহরকে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয় ?

উত্তর :- শিলং

১০০) হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরী করেন ?

উত্তর :- প্রিস্টলি

PDF File Details :-

PDF Name :-  100 GK Set

Language :- Bengali

File Size :- 566 KB

Click Here To Download





ধন্যবাদ

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...