Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) আর্কিওপ্টেরিক্স কোন দুটি প্রাণীর মধ্যেকার "মিসিং লিংক" ?
উত্তর :- পক্ষী ও সরীসৃপ
২) নিন্মলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি ফল পাকতে সাহায্য করে ?
উত্তর :- ইথিলিন
৩) যে অ্যাসিড হিপনোটিক হিসাবে ব্যবহার করা হয় ?
উত্তর :- বারবিটিউরিক অ্যাসিড
৪) "ল্যাক্রিম্যাল গ্ল্যান্ড" থেকে নিন্মলিখিত কোনটি ক্ষরিত হয় ?
উত্তর :- অশ্রু
৫) নিন্মলিখিত কোনটিতে অপুংজনি দেখা যায় ?
উত্তর :- মৌমাছি
৬) "ইন্টারফেরণ" কোন আক্রমণ প্রতিহত করতে সাহায্য করে ?
উত্তর :- ভাইরাস
৭) ফুল ও ফলের হলুদ ও কমলা বর্ণের জন্য দায়ী প্লাসটিড হলো -
উত্তর :- ক্রোমোপ্লাস্ট
৮) "হিমোসায়ানিন" নামক রক্তরঞ্জকে নিন্মলিখিত কোনটি থাকে ?
উত্তর :- কপার
৯) নিন্মলিখিত কোনটি দিলিঙ্গিক ফুল ?
উত্তর :- গোলাপ ফুল
১০) প্রথম অলিম্পিক কত সালে হয়েছিল ?
উত্তর :- 1896 সালে
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.