Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) NASA এর প্রতিষ্ঠা সাল কোনটি ?
উত্তর :- 1958 সালে
২) নিন্মলিখিত কোনটি "ডি-নাইট্রিফায়িং" ব্যাকটেরিয়া ?
উত্তর :- সিউডোমোনাস
৩) "যোগ্যতমের উদবর্তন" কথাটির প্রবক্তা কে ?
উত্তর :- ডারউইন
৪) "Biocoenosis" শব্দটি ব্যবহার করেছেন -
উত্তর :- কার্ল মবিয়াস
৫) কোন মহাকাশযানে চেপে মানুষ প্রথম চাঁদে পৌঁছেছিল ?
উত্তর :- অ্যাপোলো 11
৬) উত্তর মেরুতে ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি ?
উত্তর :- হিমাদ্রি
৭) তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ তার আংশিক চাপের সমানুপাতিক - এই নীতিটি হলো -
উত্তর :- হেনরির নীতি
৮) ফর্ম্যালিন হলো -
উত্তর :- 40% ফর্ম্যালডিহাইড
৯) মাইক্রোবিয়াল টাইপ কালচার কালেকশন সেন্টার অবস্থিত হচ্ছে ?
উত্তর :- চন্ডিগড়
১০) ভারতের তৈরী একটি লাইট কমব্যাট এয়ারক্রাফটের নাম কি ?
উত্তর :- তেজোস
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.