Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ইরানের রাজধানীর নাম কি ?
উত্তর :- তেহরান
২) টাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ?
উত্তর :- চীন
৩) কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ?
উত্তর :- ফেনল
৪) প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পুরস্কার পায় ?
উত্তর :- সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
৫) শব্দের প্রাবল্য এর একক কি ?
উত্তর :- ডেসিবল
৬) রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কোনটি ?
উত্তর :- বিক্রয় কর
৭) রাজস্থানের কোন জেলা জিপসামের জন্য বিখ্যাত ?
উত্তর :- বিকানীর
৮) বল ও সরণের গুলফলকে কি বলে ?
উত্তর :- কার্য
৯) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ?
উত্তর :- কোয়েম্বাটুর
১০) ভারত ও শ্রীলংকার মধ্যে কোন দ্বীপ অবস্থিত ?
উত্তর :- পাম্বাম
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.