Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে ?
উত্তর :- বিশ্বনাথ আনন্দ
২) ভারতের অন্তর্ভুক্ত একটি শীতল মরুভূমি হলো -
উত্তর :- লাদাখ
৩) পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
উত্তর :- 1950 সালে
৪) 1857 সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন কে ?
উত্তর :- মঙ্গল পান্ডে
৫) তেজস্ক্রিয়তার SI একক কি ?
উত্তর :- বেকারেল
৬) GST Day ভারতে কবে পালন করা হয় ?
উত্তর :- 1 লা জুলাই
৭) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে গড়ে ওঠে ?
উত্তর :- 1898 সালে
৮) বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- ঝাড়খন্ড
৯) পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে ?
উত্তর :- 1948 সালে থেকে
১০) একটি নাইট্রজেনবিহীন রেচন পদার্থ হলো -
উত্তর :- রজন
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.