Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) স্ত্রী কণ্ঠ পুরুষের থেকে তীক্ষ্ণ কেন ?
উত্তর :- উচ্চ কম্পাঙ্কের জন্য
২) ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে -
উত্তর :- উচ্চ রোধ ও নিন্ম গলনাঙ্ক
৩) "বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে" - এর প্রবক্তা কে ?
উত্তর :- নিউটন
৪) জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা -
উত্তর :- একই থাকে
৫) "সব পতনশীল বস্তুর ত্বরণই সমান" - এটি কে আবিষ্কার করেন ?
উত্তর :- গ্যালিলিও
৬) মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ?
উত্তর :- হাইড্রোজেন
৭) লেবুর রস নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
উত্তর :- দ্বিতীয় শ্রেণীর লিভার
৮) E= mc2 এই সমীকরণে, c এর মাধ্যমে কি প্রকাশ করে হয় ?
উত্তর :- শূন্য মাধ্যমে আলোর বেগকে
৯) কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ?
উত্তর :- পরিবাহীর দৈর্ঘ্য
১০) "ভারী পাথরকে জলের ভিতর সহজেই ওপরে তোলা যায়" - কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
উত্তর :- আর্কিমিডিসের সূত্র
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.