Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোটো ?
উত্তর :- মাহে
২) ভারতের কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে বড়ো ?
উত্তর :- রাজস্থান
৩) ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন -
উত্তর :- 1984 সালের 2 এপ্রিল
৪) কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় -
উত্তর :- ইন্দিরা গান্ধী
৫) "গোল্ডেন গেট ব্রিজ" কোথায় অবস্থিত ?
উত্তর :- সান ফ্রান্সিসকো
৬) দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় হলো -
উত্তর :- মুম্বাই
৭) ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো -
উত্তর :- সিকিম
৮) মণিপুরকে "ভারতের মণি" কে বলতেন ?
উত্তর :- জওহরলাল নেহেরু
৯) "আরব সাগরের রানী" নাম পরিচিত -
উত্তর :- কোচি
১০) ভারতের দুধের বালতি বলা হয় -
উত্তর :- হরিয়ানাকে
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.