Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর :- মৎস্য উৎপাদন
২) পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল ?
উত্তর :- 1817 সালে
৩) WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর :- জেনেভা
৪) নীল কমিশন কত সালে গঠন করা হয় ?
উত্তর :- 1860 সালে
৫) নাইজার কোথাকার প্রধান নদী ?
উত্তর :- পশ্চিম আফ্রিকা
৬) কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর :- লন্ডন
৭) জৈব অ্যাসিডের উদাহরণ কি ?
সাইট্রিক অ্যাসিড টারটারিক অ্যাসিড
উত্তর :- দুটিই
৮) অপূর্ব, ভারতী চরিত্র দুটি কোন উপন্যাসে আছে ?
উত্তর :- পথের দাবী
৯) "মানব জমিন" কোন লেখকের বিখ্যাত রচনা ?
উত্তর :- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০) কোন জায়গাটি স্বর্ণমন্দিরের শহর নামে পরিচিত ?
উত্তর :- অমৃতসর
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.