Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোথায় নীল নদ পতিত হয়েছে ?
উত্তর :- ভূমধ্যসাগর
২) কোয়ান্টাম মতবাদ - এর প্রবক্তা কে ?
উত্তর :- প্ল্যাঙ্ক
৩) কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ?
উত্তর :- 373 K
৪) ঋতুপর্ণ ঘোষের পরিচালিত কিছু চলচ্চিত্র ?
উত্তর :- ভুবনসোম, ফুলেশ্বরী ও পরমা
৫) 1 পারসেক = কত আলোকবর্ষ ?
উত্তর :- 3.26
৬) কোষের শক্তিঘর বলা হয় নীচের কোনটিকে ?
উত্তর :- মাইট্রোকন্ড্রিয়া
৭) বিশুদ্ধ জলের গ্রহণযোগ্য BOD -এর মান কত ?
উত্তর :- 5 ppm
৮) কার্যহীন বলের উদাহরণ কি ?
উত্তর :- অভিকেন্দ্র বল
৯) বাদুড় তার গতিবেগ নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করে ?
উত্তর :- শব্দোত্তর শব্দ
১০) ডাউনস তৃণভূমি দেখা যায় কোন অঞ্চলে ?
উত্তর :- অস্ট্রেলিয়া
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.