100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams
![]() |
| 500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -
WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.
১) হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন ?
উত্তর :- হিউয়েন সাঙ
২) বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?
উত্তর :- আলাউদ্দিন খলজি
৩) ভবভূতি হলেন -
সংস্কৃত কবি / সংস্কৃত গদ্যকার / সংস্কৃত নাট্যকার
উত্তর :- সবগুলি
৪) নিন্মলিখিত ব্যক্তিদের মধ্যে কে চরমপন্থী নেতা নন ?
উত্তর :- গোপালকৃষ্ণ গোখলে
৫) ঘটনাক্রম অনুযায়ী সাজান- (i) চম্পারণ আন্দোলন, (ii) ডান্ডি যাত্রা, (iii) বঙ্গভঙ্গ, (iv) ভারত চার আন্দোলন
উত্তর :- (iii),(i),(ii),(iv)
৬) কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় ?
উত্তর :- 1940 সালে
৭) কোন গভর্নেরর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় ?
উত্তর :- লর্ড ওয়েলেসলি
৮) 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং
৯) কোন মুঘল সম্রাজ্ঞীর় নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে ?
উত্তর :- নুরজাহান
১০) কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তর :- জয়নুল আবেদীন
১১) নিচের কোনটি উৎসেচক নয় ?
উত্তর :- ট্রিপসিন
১২) যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় -
উত্তর :- ভিটামিন C
১৩) "জীববিদ্যার জনক" কাকে বলা হয় ?
উত্তর :- অ্যারিস্টটল
১৪) মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় ?
উত্তর :- টায়ালিন
১৫) নিন্মলিখিত কোন হাড়টি মানুষের পায়ে থাকে না ?
উত্তর :- হিউমেরাস
১৬) পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় -
উত্তর :- একডাইসন দ্বারা
১৭) একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালের সংখ্যা কত ?
উত্তর :- 206 টি হাড়
১৮) মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ ?
উত্তর :- মস্তিষ্ক
১৯) যে রোগগুলি থেকে রক্ষা পেতে শিশুদের DPT টিকা দেওয়া হয়, সেগুলি হলো -
উত্তর :- ডিপথেরিয়া,হুপিং কাশি ও টিটেনাস
২০) বৃক্কের প্রধান কাজ হলো -
উত্তর :- দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা
২১) সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি ?
উত্তর :- শুক্র গ্রহ
২২) গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট ও বড়ো কারা ?
উত্তর :- ছোট বুধ ও বড়ো বৃহস্পতি
২৩) পৃথিবীর যমজ গ্রহ হলো -
উত্তর :- শুক্র
২৪) সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি ?
উত্তর :- করোনা
২৫) আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত ?
উত্তর :- 180 ডিগ্রি
২৬) 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ?
উত্তর :- 4 মিনিট
২৭) 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ?
উত্তর :- 4 সেকেন্ড
২৮) সিসমোগ্রাফ দ্বারা কি করা হয় ?
উত্তর :- ভূমিকম্পের তীব্রতা মাপে
২৯) পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয় ?
উত্তর :- জাপান
৩০) পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিন্ম হয় ?
উত্তর :- 3 জানুয়ারি
৩১) স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো -
উত্তর :- মান
৩২) ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো -
উত্তর :- মান ও দিক
৩৩) ফ্যারাড (F) কোন রাশির একক ?
উত্তর :- ধারকত্ব
৩৪) নিচের কোনটি এককহীন রাশি ?
উত্তর :- আপেক্ষিক গুরুত্ব
৩৫) পৃথিবীর কেন্দ্রে g - এর মান কত ?
উত্তর :- শূন্য হয়
৩৬) E = mc^2 সমীকরণ কে আবিষ্কার করেন ?
উত্তর :- আইনস্টাইন
৩৭) বরফ গলনের লীনতাপ -
উত্তর :- 80 ক্যালোরি/গ্রাম
৩৮) জলের বাষ্পীভবনের লীনতাপ -
উত্তর :- 537 ক্যালোরি/গ্রাম
৩৯) দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পরে, কারণ -
উত্তর :- স্থিতিজাড্য
৪০) একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুকটি -
উত্তর :- গুলির সমান ভরবেগে কিন্তু গুলির গতির বিপরীত দিকে গতিপ্রাপ্ত হয়
৪১) বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- রাঁচি
৪২) বাস্কেটবল খেলার জন্যে উভয়পক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন হয় ?
উত্তর :- 5 জন
৪৩) প্রথম কোন ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলন ?
উত্তর :- অভিনব বিন্দ্রা
৪৪) মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- লন টেনিস
৪৫) কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন ?
উত্তর :- সি কে নাইডু
৪৬) "টাইগার উডস" হলেন -
উত্তর :- গল্ফ চ্যাম্পিয়ন
৪৭) "গ্রিন পার্ক" স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- কানপুর
৪৮) "ব্রেস্টস্টোক" শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত ?
উত্তর :- সাঁতার
৪৯) নিন্মলিখিত কোন ব্যক্তি ভারতে বিলিয়ার্ড খেলার সঙ্গে যুক্ত নয় ?
উত্তর :- মিহির সেন
৫০) বিখ্যাত খেলোয়াড় মারাদোনা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- ফুটবল
৫১) সন্ত কবির গুরু হলেন -
উত্তর :- রামানন্দ
৫২) কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় ?
উত্তর :- অশোক
৫৩) কে বল্লভভাই প্যাটেলকে "সর্দার" আখ্যা দেন ?
উত্তর :- মহাত্মা গান্ধী
৫৪) নিন্মলিখিত কোন জোড়াটি ভুল ?
উত্তর :- বারিদ শাহি - বেরার
৫৫) নিন্মলিখিত কোনটি "কুরু" মহাজনপদের রাজধানী ?
উত্তর :- ইন্দ্রপ্রস্থ
৫৬) কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ?
উত্তর :- উদয়ন
৫৭) "গদর পার্টি" কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- আমেরিকা,1913
৫৮) নিন্মলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থি দলের অন্তর্ভুক্ত ?
উত্তর :- অরবিন্দ ঘোষ
৫৯) কে "মুদ্রারাক্ষস" গ্রন্থের লেখক ?
উত্তর :- বিশাখদত্ত
৬০) কে "লোকনায়ক" হিসেবে পরিচিত ?
উত্তর :- জয়প্রকাশ নারায়ন
৬১) কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন ?
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক
৬২) নায়ানার -এর সঙ্গে সম্পর্কিত -
উত্তর :- শৈব ধর্ম
৬৩) সুফি সন্ত যিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত -
উত্তর :- শেখ সেলিম চিস্তি
৬৪) কে "দেওয়ান-ই-খয়রাত" নামে আলাদা বিভাগ চালু করেন ?
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক
৬৫) নিন্মলিখিত ঐতিহাসিক পর্যটকদের ভারতে আগমনকাল অনুযায়ী সাজাও - (i) টমাস রো, (ii) ফা হিয়েন ও (iii) হিউয়েন সাঙ
উত্তর :- (ii), (iii), (i)
৬৬) অশোকের শিলালেখা কোন লিপিতে লেখা হয়েছিল ?
উত্তর :- ব্রাহ্মী
৬৭) কনৌজ যুদ্ধের সময়কাল -
উত্তর :- 1540 সালে
৬৮) রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে ?
উত্তর :- টাইবার নদী
৬৯) নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর :- ধননন্দ
৭০) গান্ধার মহাজনপদ এর রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- তক্ষশীলা
৭১) সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত ?
উত্তর :- জয়সলমীর
৭২) অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত ?
উত্তর :- মহারাষ্ট্র
৭৩) শ্রী অরবিন্দের যোগসাধনার সঙ্গে কোন শহরটি সংযুক্ত ?
উত্তর :- পুদুচেরি
৭৪) মেরিনা বিচ কোন শহরে আছে ?
উত্তর :- চেন্নাই
৭৫) মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- গুজরাট
৭৬) লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ?
উত্তর :- ভুবনেশ্বর
৭৭) হায়দ্রাবাদের যমজ শহরটিকে কি নামে অভিহিত করা হয়ে থাকে ?
উত্তর :- সেকেন্দ্রাবাদ
৭৮) চারমিনার কোন শহরে অবস্থিত ?
উত্তর :- হায়দ্রাবাদ
৭৯) পূর্বে কোন স্থান প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল ?
উত্তর :- অসম
৮০) কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কী বিষয়ের গবেষণা করা হয় ?
উত্তর :- ধান
৮১) জিপসাম যে ধাতুর আকরিক -
উত্তর :- ক্যালশিয়াম
৮২) নিন্মলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় ?
উত্তর :- ইরিডিয়াম
৮৩) লেড পেন্সিলে থাকে -
উত্তর :- গ্রাফাইট
৮৪) অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে -
উত্তর :- লাল বর্ণে
৮৫) নিন্মলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্যে ব্যবহার করা হয় ?
উত্তর :- অ্যামোনিয়া
৮৬) কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় ?
উত্তর :- সোডিয়াম
৮৭) কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী, সেটি হলো -
উত্তর :- গ্রাফাইট
৮৮) ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর :- অ্যাসিটিলিন
৮৯) SO2 জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরী করে, তা হলো -
উত্তর :- সালফিউরাস অ্যাসিড
৯০) মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয় ?
উত্তর :- রুপো
৯১) সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোশ হলো -
উত্তর :- স্নায়ুকোশ
৯২) সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদকোশ কোনটি ?
উত্তর :- রেমি উদ্ভিদের তন্তুকোশ
৯৩) কোষপ্রাচীর থাকে -
উত্তর :- উদ্ভিদকোষে
৯৪) কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় ?
উত্তর :- মাইট্রোকনড্রিয়া
৯৫) নিচের কোনটিকে "আত্মঘাতী থলি" বলা হয় ?
উত্তর :- লাইসোজোম
৯৬) সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিডকে কি বলা হয় ?
উত্তর :- ক্লোরোপ্লাস্ট
৯৭) নিন্মের কোন অঙ্গাণুটি সমস্ত কোষেই উপস্থিত ?
উত্তর :- রাইবোজোম
৯৮) কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয় ?
উত্তর :- মাইটোসিস
৯৯) জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হলো -
উত্তর :- হ্যাপ্লয়েড
১০০) কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় ?
উত্তর :- জাইলেম
PDF File Details :-
PDF Name :- 100 GK BY DNR G-D
Language :- Bengali
File Size :- 566 KB
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.