Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ধান গাছে খয়রা রোগ হয় কিসের অভাবে ?
উত্তর :- জিংক
২) তুলা চাষে কোন রাজ্য ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে ?
উত্তর :- গুজরাট
৩) উকাই প্রকল্প কোন নদীর উপরে গড়ে উঠেছে ?
উত্তর :- তাপ্তি
৪) International Red Cross মোট কতবার নোবেল পুরস্কার পেয়েছে ?
উত্তর :- তিনবার
৫) ডিসলেক্সিয়া রোগ কোথায় দেখা যায় ?
উত্তর :- মস্তিষ্ক
৬) মহীশূরের বাঘ নামে কে পরিচিত ছিল ?
উত্তর :- নানা ফরনবীশ
৭) নিয়াসা হ্রদ কোন দেশে অবস্থিত ?
উত্তর :- আফ্রিকা
৮) পিত্ত লবণ কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে ?
উত্তর :- ফ্যাট জাতীয়
৯) ডাবের জলে কোন হরমোন থাকে ?
উত্তর :- সাইটোকাইনিন
১০) তেজুনিন কার আসল নাম ছিল ?
উত্তর :- চেঙ্গিস খান
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.