Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) পাল বংশের সর্বশেষ রাজা কে ছিলেন ?
উত্তর :- দেবপাল
২) পেট্রোলের পরিপূরক নিচের কোন জৈব জ্বালানিকে ফারমেন্টশন পদ্ধতিতে তৈরী করা হয় ?
উত্তর :- ইথানল
৩) নৌটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর :- উত্তরপ্রদেশ
৪) সুদের হার নীতি কিসের অংশ ?
উত্তর :- আর্থিক নীতি
৫) পার্শ্বীয় পরিবর্তন কোন ধরণের দর্পণে ঘটে থাকে ?
উত্তর :- সমতল দর্পণ
৬) The Indian Struggle গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- সুভাষচন্দ্র বসু
৭) নিউ তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যের অংশ ?
উত্তর :- তামিলনাড়ু
৮) তকাভি কথাটি কৃষকদের সাথে কিভাবে জড়িত ?
উত্তর :- কৃষক ঋণ
৯) ইলোরা কৈলাশনাথ মন্দির কোন রাজবংশের রাজাদের কৃতি ?
উত্তর :- রাষ্ট্রকূট
১০) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে ?
উত্তর :- পাঞ্জাব
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.