100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real | WBP| RRB Group D| NTPC | Important For Any Exam - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৪ নভেম্বর ২০২১

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real | WBP| RRB Group D| NTPC | Important For Any Exam

 

 

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Dream Not Real for WBCSSSCMTS, Railway Group DRRB NTPCPSC, Bank, ICDS, Police and Competitive Exams 


GK%2BDREAM%2BNOT%2BREAL
500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

👉 Dream Not Real
          নমস্কার বন্ধুরা ,

                                 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -

WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.


আমরা আশা করবো, এই প্রশ্ন গুলো, আপনাদের আগামী সব পরিক্ষায় সাহায্য করবে।


★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 

👉 নিচে PDF link দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিন । 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


১)  নিচের কোন কোনটি ত্বক থেকে নিঃসৃত হরমোন ?

উত্তর :- ক্যালসিফেরল     

২) মেরু অঞ্চল থেকে কোনো বস্তুকে নিরক্ষীয় অঞ্চলের দিকে নিয়ে এলে। বস্তুর ওজনের কি পরিবর্তন হবে 

উত্তর :- কমে যাবে   

৩) নিচের কোনটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ ?

উত্তর :- রজন

৪) আবু তোরাপের নেতৃত্বে কোথায় কৃষক বিদ্রোহ ঘটে ?

উত্তর :- সন্দীপে 

৫) O = 12, MOM = 40 এবং FAN = 60 হলে, HAND = কত ?

উত্তর :- 81

৬) ট্রপোস্ফিয়ারে প্রতি 1 KM এ কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমতে থাকে ?

উত্তর :- 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড 

৭) নিচের কোনটি তড়িৎযোজী যৌগ ?

উত্তর :- Na2so4     

৮) কোন শহরে প্রতিবছর বাৎসরিক হাতি উৎসব আয়োজিত হয় ?

উত্তর :- জয়পুর 

৯) "পন্ডিত - সর্বস্ব" গ্রন্থটির লেখক কে ?

উত্তর :- হলায়ুধ   

১০) রেক্টিফায়েড স্পিরিটের সংকেত কি ?

উত্তর :- C2H5OH   


১১) 2023 সালের FIH (Fédération Internationale de Hockey) মেনস হকি ওয়াল্ড কাপ কোথায় আয়োজিত হবে ?

উত্তর :- ওড়িশা, ভারত      

১২) কোন রশ্মিটি সবচেয়ে বেশি বিপজ্জনক ?

উত্তর :- গামা রশ্মি    

১৩) এক্স-রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না -

উত্তর :- হাড়    

১৪) উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। abcabb__ab__a__bc__bb__aa

উত্তর :- caabc

১৫) সম্প্রীতি দেহের কোন অংশের জন্যে Wireless Artifact-Free neuromodulation Device আবিষ্কৃত হয়েছে ?

উত্তর :- মস্তিষ্ক    

১৬) ভারতীয় শাসনতন্ত্র নিন্মলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রূপায়ন করেছে -

উত্তর :- ব্রিটেন 

১৭) সম্প্রীতি প্রায়ত সুধীর ধর কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিল ?

উত্তর :- কার্টুন শিল্পী  

১৮) পেশী ক্লান্তির জন্য দায়ী কে ?

উত্তর :- ল্যাকটিক অ্যাসিড 

১৯) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল ?

উত্তর :- 1780 সালে 

২০) বেঙ্গল ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :- জর্জ থমসন   


২১) সাম্প্রদায়িক ভিত্তি প্রথম নির্বাচন প্রথা প্রবর্তিত হয় কোন আইনে ?

উত্তর :- মিন্টো-মর্লে সংস্কার, 1909    

২২) ভারতের বিখ্যাত "লেগুন হ্রদ" কোনটি ?

উত্তর :- চিল্কা হ্রদ   

২৩) হাইড্রোজেনের সাথে কোন গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় ?

উত্তর :- নাইট্রোজেন    

২৪) পুলিৎজার প্রাইজ কোন দেশ থেকে প্রদান করা হয় ?

উত্তর :- আমেরিকা 

২৫) হরপ্পা সভ্যতায় কোথা থেকে ল্যাপিস-লাজুলি বা নীলকান্ত মনি আমদানি করা হতো ?

উত্তর :- আফগানিস্তান     

২৬) যে যন্ত্রের সাহায্যে বায়ু থেকে কণাজাতীয় দূষক পদার্থগুলিকে অপসারণ করা হয় তার নাম কি ?

উত্তর :- সাইক্লোন সেপারেটর  

২৭) সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উত্তর :- দক্ষিণ 24 পরগনা 

২৮) সৎনামী বিদ্রোহ কবে হয়েছিল ?

উত্তর :- 1672 সালে 

২৯) ইথাইল অ্যালকোহল এর সংকেত কি ?

উত্তর :- C2H5OH

৩০) কে "মহলওয়ারি বন্দোবস্ত" প্রচলন করেন ?

উত্তর :- হোল্ট ম্যাকেঞ্জি   


৩১) উপকেন্দ্র কথাটি কিসের সাথে জড়িত ?

উত্তর :- ভূমিকেন্দ্র

৩২) পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা। এই চ্যাপ্টা অঞ্চল হলো -

উত্তর :- মেরু অঞ্চল   

৩৩) পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় -

উত্তর :- নিরক্ষীয় অঞ্চল 

৩৪) কোন রাজ্যের মধ্যে দিয়ে 44 টি পশ্চিমবাহিনী এবং পূর্ববাহিনী প্রবাহিত হয়েছে এবং সেটি নদী এবং উপহ্রদের দেশ হিসেবেও খ্যাত ?

উত্তর :- কেরালা 

৩৫) আন্নামালাই বন্যপ্রাণী অভয়রণ্য কোথায় অবস্থিত ?

উত্তর :- তামিলনাড়ু   

৩৬) কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত ?

উত্তর :- হাডসন        

৩৭) এন্নোর বন্দর কোথায় অবস্থিত ?

উত্তর :- তামিলনাড়ু   

৩৮) ডাউনস (Downs) একধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, যা দেখা যায় -

উত্তর :- অস্ট্রেলিয়া 

৩৯) ভারতে হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগলিক অবদান কি ?

উত্তর :- উত্তরের শৈত্য প্রবাহ থেকে ভারতকে রক্ষা করে 

৪০) পৃথিবীর মেরু ব্যাসার্ধ, নিরক্ষীয় ব্যাসার্ধে তুলনায় কত ছোট ?

উত্তর :- 42 কিমি  


৪১) ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

উত্তর :- কুন্দগ্রাম    

৪২) লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর :- সেন্ট জেমস প্যালেস      

৪৩) কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন ?

উত্তর :- লর্ড বেন্টিঙ্ক      

৪৪) "আরাম হারাম হ্যায়"- উক্তিটি কার ?

উত্তর :- জওহরলাল নেহেরু 

৪৫) হেলেবিডু এবং বেলুড়ের মন্দির কারা নির্মাণ করেন ?

উত্তর :- হোয়সালা    

৪৬) "জয় হিন্দ" দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন ?

উত্তর :- সুভাষচন্দ্র বসু    

৪৭) কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন ?

উত্তর ;- শাহজাহান 

৪৮) সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা বর্তমানে কোন দেশে অবস্থিত ?

উত্তর :- পাকিস্তান 

৪৯) জৈন ধর্মমত অনুসারে তীর্থঙ্কর এর সংখ্যা কত ?

উত্তর :- 24 জন 

৫০) মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন ?

উত্তর :- 1869 খ্রি.


৫১) নিন্মলিখিত কোন লোকসভার অধ্যক্ষ পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন ?

উত্তর :- নীলম সঞ্জীব সিং রেড্ডি     

৫২) ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উত্তর :- জি ভি মাভলংকার   

৫৩) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর :- গুলজারিলাল নন্দ   

৫৪) নিন্মলিখিত কোন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেননি ?

উত্তর :- গোপাল স্বরূপ পাঠক 

৫৫) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তর :- ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ 

৫৬) ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তর :- ভি ভি গিরি      

৫৭) মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা ?

উত্তর :- ইজরায়েল    

৫৮) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আয়তনে সবচেয়ে ছোট ?

উত্তর :- লাক্ষাদ্বীপ ও মিনিকয় 

৫৯) লাক্ষাদ্বীপ ও মিনিকয় এর রাজধানী কোনটি ?

উত্তর :- কাভারাত্তি 

৬০) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের মধ্যে আকারে কোনটি সবচেয়ে বড়ো ?

উত্তর :- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ   


৬১) ইস্পাতকে কঠিন করার জন্যে আমরা যোগ করি ?

উত্তর :- কার্বন    

৬২) নিন্মলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি কোনটি ?

উত্তর :- ইউরেনিয়াম 

৬৩) দুটি মৌলের ইলেকট্রন সংখ্যা অসমান কিন্তু পারমানবিক ভর সমান হলে, তাদের বলা হয় -

উত্তর :- আইসোবার     

৬৪) লিগনাইট একধরণের -

উত্তর :- কয়লা 

৬৫) জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে ?

উত্তর :- মিথেন    

৬৬) প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে, তাহলো -

উত্তর :- আয়রন অক্সাইড  

৬৭) নিন্মলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে ?

উত্তর :- Fe  

৬৮) সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয়, তা হলো -

উত্তর :- সাবাণীকরণ 

৬৯) ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ, তা হলো -

উত্তর :- হাইড্রোজেন  

৭০) নিন্মলিখিতের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস ?

উত্তর :- আর্গন    


৭১) স্ত্রী কণ্ঠ পুরুষের থেকে তীক্ষ্ণ কেন ?

উত্তর :- উচ্চ কম্পাঙ্কের জন্য    

৭২) ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে -

উত্তর :- উচ্চ রোধ ও নিন্ম গলনাঙ্ক   

৭৩) "বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির  থাকে" - এর প্রবক্তা কে ?

উত্তর :- নিউটন     

৭৪) জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতা -

উত্তর :- একই থাকে 

৭৫) "সব পতনশীল বস্তুর ত্বরণই সমান" - এটি কে আবিষ্কার করেন ?

উত্তর :- গ্যালিলিও    

৭৬) মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ?

উত্তর :- হাইড্রোজেন   

৭৭) লেবুর রস নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার ?

উত্তর :- দ্বিতীয় শ্রেণীর লিভার    

৭৮) E= mc2 এই সমীকরণে, c এর মাধ্যমে কি প্রকাশ করে হয় ?

উত্তর :- শূন্য মাধ্যমে আলোর বেগকে 

৭৯) কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ?

উত্তর :- পরিবাহীর দৈর্ঘ্য 

৮০) "ভারী পাথরকে জলের ভিতর সহজেই ওপরে তোলা যায়" - কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?

উত্তর :- আর্কিমিডিসের সূত্র 


৮১) ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোটো ?

উত্তর :- মাহে   

৮২) ভারতের কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে বড়ো ?

উত্তর :- রাজস্থান    

৮৩) ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন -

উত্তর :- 1984 সালের 2 এপ্রিল     

৮৪) কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় -

উত্তর :- ইন্দিরা গান্ধী 

৮৫) "গোল্ডেন গেট ব্রিজ" কোথায় অবস্থিত ?

উত্তর :- সান ফ্রান্সিসকো     

৮৬) দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় হলো -

উত্তর :- মুম্বাই

৮৭) ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো -

উত্তর :- সিকিম    

৮৮) মণিপুরকে "ভারতের মণি" কে বলতেন ?

উত্তর :- জওহরলাল নেহেরু 

৮৯) "আরব সাগরের রানী" নাম পরিচিত -

উত্তর :- কোচি  

৯০) ভারতের দুধের বালতি বলা হয় -

উত্তর :- হরিয়ানাকে     


৯১) নীল বিপ্লব কথাটি কিসের সাথে সম্পর্কিত ?

উত্তর :- মৎস্য উৎপাদন     

৯২) পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল ?

উত্তর :- 1817 সালে 

৯৩) WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর :- জেনেভা   

৯৪) নীল কমিশন কত সালে গঠন করা হয় ?

উত্তর :- 1860 সালে 

৯৫) নাইজার কোথাকার প্রধান নদী ?

উত্তর :- পশ্চিম আফ্রিকা    

৯৬) কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর :- লন্ডন     

৯৭) জৈব অ্যাসিডের উদাহরণ কি ?

উত্তর :- সাইট্রিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড ইত্যাদি           

৯৮) অপূর্ব, ভারতী চরিত্র দুটি কোন উপন্যাসে আছে ?

উত্তর :- পথের দাবী 

৯৯) "মানব জমিন" কোন লেখকের বিখ্যাত রচনা ?

উত্তর :- শীর্ষেন্দু মুখোপাধ্যায় 

১০০) কোন জায়গাটি স্বর্ণমন্দিরের শহর নামে পরিচিত ?

উত্তর :- অমৃতসর    


PDF File Details :-

PDF Name :-  100 GK BY DNR G-D

Language :- Bengali

File Size :- 566 KB

Click Here To Download






ধন্যবাদ

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...