Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?
উত্তর :- মুর্শিদকুলি খাঁ
২) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উত্তর :- ওশিয়ানিয়া
৩) ভূমিকম্পের সময় কত ধরনের তরঙ্গের সৃষ্টি হয় ?
উত্তর :- তিন ধরনের
৪) বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে ?
উত্তর :- হেকেল
৫) রোহিনী অভিযোজন কোন উদ্ভিদের দেখা যায় ?
উত্তর :- অপরাজিতা
৬) শ্বেতকায় ও কৃষ্ণকায় পুরুষ ও স্ত্রী মিলনে উদ্ভূত সংকর মানবকে কি বলা হয় ?
উত্তর :- মিউল্যাটো
৭) মানবদেহে মোট কতগুলি পেশী থাকে ?
উত্তর :- 639 টি
৮) কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়ে থাকে ?
উত্তর :- কলকাতা
৯) জারোয়া উপজাতি ভারতের কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর :- আন্দামান ও নিকোবর
১০) ভারতের জাতীয় নদী পথ -5 কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর :- মহানদী
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.