100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real for WBCS, SSC, MTS, Railway Group D, RRB NTPC, PSC, Bank, ICDS, Police and Competitive Exams
![]() |
| 500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -
WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.
১) কোথায় নীল নদ পতিত হয়েছে ?
উত্তর :- ভূমধ্যসাগর
২) কোয়ান্টাম মতবাদ - এর প্রবক্তা কে ?
উত্তর :- প্ল্যাঙ্ক
৩) কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ?
উত্তর :- 373 K
৪) কোনটি ঋতুপর্ণ ঘোষের পরিচালিত চলচ্চিত্র নয় ?
(a) ভুবনসোম, (b) ফুলেশ্বরী, (c) পরমা
উত্তর :- কোনোটিই নয়
৫) 1 পারসেক = কত আলোকবর্ষ ?
উত্তর :- 3.26 আলোকবর্ষ
৬) কোষের শক্তিঘর বলা হয় নীচের কোনটিকে ?
উত্তর :- মাইট্রোকন্ড্রিয়া
৭) বিশুদ্ধ জলের গ্রহণযোগ্য BOD -এর মান কত ?
উত্তর :- 5 ppm
৮) কার্যহীন বলের উদাহরণ কি ?
উত্তর :- অভিকেন্দ্র বল
৯) বাদুড় তার গতিবেগ নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করে ?
উত্তর :- শব্দোত্তর শব্দ
১০) ডাউনস তৃণভূমি দেখা যায় কোন অঞ্চলে ?
উত্তর :- আমেরিকা
১১) গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যকার কে ছিলেন ?
উত্তর :- কালীদাস
১২) কলকাতায় ট্রাম পরিষেবা কত খ্রিস্টাব্দে শুরু হয় ?
উত্তর :- 1902 সালে
১৩) ইন্টারন্যাশনাল AIDS দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 1st ডিসেম্বর
১৪) কুন্দকুমাল নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণে ভারতকে কোন দেশ সাহায্য করেছে ?
উত্তর :- রাশিয়া
১৫) মানবদেহের সবচেয়ে বড়ো হাড় কোনটি ?
উত্তর :- ফিমার
১৬) বিশ্বের সবচেয়ে বড়ো সোলার প্লান্ট কোন দেশে অবস্থিত ?
উত্তর :- সিঙ্গাপুর
১৭) সাতপুরা পর্বত কোন ধরনের পর্বত ?
উত্তর :- স্তূপ পর্বত
১৮) বীরভদ্র মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- অন্ধ্রপ্রদেশ
১৯) "বিজয় হাজারী ট্রফি" কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- ক্রিকেট
২০) বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- বিহার
২১) মাছকে জলের গভীরতায় ওঠানামায় সাহায্য করে কোন অংশ ?
উত্তর :- পটকা
২২) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি ?
উত্তর :- NADP
২৩) কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক ?
উত্তর :- 4 ডিগ্রি C
২৪) ফড়িং -এর প্রধান শ্বাসঅঙ্গ কোনটি ?
উত্তর :- ট্রাকিয়া
২৫) ভ্রুনের গঠনে অংশ নেয় কোন ভিটামিন ?
উত্তর :- ভিটামিন E
২৬) সাবান ও ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয় ?
উত্তর :- সোডিয়াম হাইড্রোক্সাইড
২৭) ইতাই ইতাই রোগের সৃষ্টি হয় কোনটির দূষণের ফলে ?
উত্তর :- ক্যাডমিয়াম
২৮) কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?
চিংড়ি / আরশোলা / শামুক
উত্তর :- সবকটি
২৯) একক সময়ে বস্তুর সরণকে কি বলা হয় ?
উত্তর :- বেগ
৩০) প্রদত্ত কোনটি ক্ষার নয় ?
উত্তর :- C2H5OH
৩১) কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ?
উত্তর :- 4 টি
৩২) বের্নোর্দো কোন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ?
উত্তর :- ইতালি
৩৩) থিসারা পেরেরা কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
উত্তর :- ক্রিকেট
৩৪) অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান কত সালে ?
উত্তর :- 1998
৩৫) রাষ্ট্রপতি কোন বিলে তাঁর সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন ?
উত্তর :- অর্থবিল ও সংবিধান সংশোধনী বিল
৩৬) ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের অনুকরণে গ্রহণ করা হয়েছে ?
উত্তর :- জার্মানির সংবিধান
৩৭) মুখ্যমন্ত্রী হবার জন্যে নূন্যতম কত বছর বয়স প্রয়োজন ?
উত্তর :- ২৫ বছর
৩৮) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রসমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে ?
উত্তর :- 44 ধারা
৩৯) নিচের কোন ব্যক্তি "রাজতরঙ্গিনী" পার্সি ভাষায় অনুবাদ করেছেন ?
উত্তর ;- জৈন-উল-আবেদীন
৪০) "সশস্ত্র শান্তির যুগ" বলতে কোন সময়কালকে বোঝায় ?
উত্তর :- 1871-1913 সাল পর্যন্ত
৪১) কোন তারিখে "বিশ্ব জৈব জ্বালানি দিবস" পালন করা হয় ?
উত্তর :- 10 আগস্ট
৪২) কাবেরী নদীর উৎপত্তিস্থল কোনটি ?
উত্তর :- ব্রহ্মগিরি পর্বত
৪৩) আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর :- সিকান্দর শাহ
৪৪) সামুদ্রিক নৌমহড়া "SLINEX" কোন দুটি দেশের মধ্যে আয়োজন করা হয় ?
উত্তর :- ভারত ও শ্রীলংকা
৪৫) কত সালে "ফোর্ট উইলিয়াম দুর্গ" প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর :- 1700 সালে
৪৬) কোন যুদ্ধের মাধ্যমে আরবরা সিন্ধু জয় করে ?
উত্তর :- রাওয়ের যুদ্ধে
৪৭) নিন্মলিখিত কোন রেটটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত নয় ?
রিভার্স রেপো রেট / রেপো রেট / প্রাইম লেন্ডিং রেট (PLR) / CRR
উত্তর :- প্রাইম লেন্ডিং রেট (PLR)
৪৮) সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কতগুলি লেখ (Writs) জারি করতে পারে ?
উত্তর :- 5 ধরনের
৪৯) হাতির এক মিনিটে স্পন্দন কতবার হয় ?
উত্তর :- 27 বার
৫০) নিন্মলিখিত কোনটি G20 এর সদস্য নয় ?
উত্তর :- ফিলিপিন্স
৫১) কেলকার কমিটির প্রতিবেদনের বিষয় হলো -
উত্তর :- ভারতের কর ব্যবস্থা
৫২) অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর :- সতীশচন্দ্র বসু
৫৩) "প্যারাডাইস লস্ট" কে লিখেছেন ?
উত্তর :- মিলটন
৫৪) ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন বছর ?
উত্তর :- 1976 সালে
৫৫) সতীদাহ প্রথা নিবারণ আইন কবে পাশ হয়েছিল ?
উত্তর :- 1829 সালে
৫৬) "নিপ্পন লাইফ ইন্সিয়োরেন্স" এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর :- ওসাকা, জাপান
৫৭) কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় ?
উত্তর :- নাইট্রোজেন
৫৮) বিশ্ব পর্যটক দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 27 সেপ্টেম্বর
৫৯) ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সবনিন্ম বয়স কত হওয়া প্রয়োজন ?
উত্তর :- 35 বছর
৬০) 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর :- লালা লাজপাত রায়
৬১) রোভারস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- ফুটবল
৬২) নিউট্রন কে আবিষ্কার করেন ?
উত্তর :- জেমস চ্যাডউইক
৬৩) কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির ও কাংরার জ্বালামুখী মন্দির অপবিত্র করেছিলো ?
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক
৬৪) যখন আমরা ছাগলের মাংস খাই তখন আমরা কোন শ্রেণীর খাদক -
উত্তর :- দ্বিতীয় শ্রেণীর খাদক
৬৫) জেলেপ লা পাস্ বা গিরিপথ কোথায় অবস্থিত ?
উত্তর :- সিকিম হিমালয়
৬৬) কার্তি বিহু কোন গাছের নিচে অনুষ্ঠিত হয় ?
উত্তর :- তুলসী
৬৭) ঘোমার বা ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর :- রাজস্থান
৬৮) "Conquest of Happiness" বইটি কে লিখেছেন ?
উত্তর :- বারট্রান্ড রাসেল
৬৯) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ হয় ?
উত্তর :- 1949 সালে
৭০) ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তর :- অস্ট্রেলিয়া
৭১) সূর্যশিশির কোন ধরনের উদ্ভিদ ?
উত্তর :- পতঙ্গভুক
৭২) কবে নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে ?
উত্তর :- 1989 সালে
৭৩) বোম্বে অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর :- 1852 সালে
৭৪) লিভারের সিরোসিস রোগ কোন ধাতুর দূষণের ফলে সৃষ্ট রোগ ?
উত্তর :- আর্সেনিক
৭৫) কোনটি সবচেয়ে উন্নতমানের কয়লা ?
উত্তর :- অ্যানথ্রাসাইট
৭৬) সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- সিমুক
৭৭) চিপকো আন্দোলনের নেতার নাম কি ছিল ?
উত্তর :- সুন্দরলাল বহুগুণা
৭৮) দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গড়ে উঠেছিল ?
উত্তর :- 1960 সালে
৭৯) অণুচক্রিকার প্রধান কাজ কি ?
উত্তর :- রক্ততঞ্চনে সহায়তা করা
৮০) কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ?
উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮১) নিন্মলিখিত কোন যোজনাটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শুরু হয়নি ?
উত্তর :- জওহর রোজগার যোজনা
৮২) জোগান সংক্রান্ত অর্থনীতি নিন্মলিখিত কোন বিষয়টির উপর জোর দেয় ?
উত্তর :- উৎপাদক
৮৩) "Planned Economy of India" -র লেখক কে ?
উত্তর :- এম বিশ্বেসরায়া
৮৪) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রক সংস্থা -
উত্তর :- ব্যাঙ্কের
৮৫) নিন্মলিখিত গুলির মধ্যে সবচেয়ে ইলেক্ট্রোনেগেটিভ উপাদানটি হলো -
উত্তর :- ফ্লোরিন
৮৬) নিউক্লিয়ার ফিজিক্স এর সাহা ইনস্টিটিউট অবস্থিত -
উত্তর :- কলকাতা
৮৭) নিষ্ক্রিয় গ্যাসগুলি জলে -
উত্তর :- আংশিক দ্রবণীয়
৮৮) "মোহিনীঅট্টম" নৃত্যশৈলীটি কোন রাজ্যে বিখ্যাত ?
উত্তর :- কেরল
৮৯) ভারতীয় রেলপথের যাত্রাবাহী বগিগুলি কোথায় তৈরী করা হয় ?
উত্তর :- পেরামবুর
৯০) ভারতের কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন ?
উত্তর :- রাজ্যপাল
৯১) শিবকুমার শর্মা কোন য্ন্ত্রবাদক হিসাবে পরিচিত ?
উত্তর সন্তুর
৯২) CPU এর পুরো নাম হলো -
উত্তর :- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
৯৩) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তর :- সুইজারল্যান্ড
৯৪) কোন সালে "চট্টগ্রাম অস্ত্রাগার" লুন্ঠন হয় ?
উত্তর :- 1930 সালে
৯৫) মনিটাইজড ডেফিসিট (Monetized Deficit) এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিন্মলিখিত কোন সংস্থার থেকে ঋন গ্রহণ করে ?
উত্তর :- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
৯৬) যদি কোন দ্রব্যের চাহিদা ও জোগান সমপরিমাণে বৃদ্ধি পায় তাহলে বাজারদরে কি প্রভাব পড়বে ?
উত্তর :- মূল্য স্থায়িত্ব পাবে
৯৭) অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে। কারণ -
উত্তর :- এই দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত
৯৮) কম্পিউটারের "IC" Chip তৈরিতে যা ব্যবহৃত হয় তা হলো -
উত্তর :- সিলিকন
৯৯) নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো -
উত্তর :- নিকেল
১০০) গ্যাসকে উত্তপ্ত করলে কি তৈরী হয় ?
উত্তর :- প্লাজমা
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.