100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real | WBP| RRB Group D| NTPC | Important For Any Exam - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০ মার্চ ২০২২

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : Dream Not Real | WBP| RRB Group D| NTPC | Important For Any Exam

100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Dream Not Real for WBCSSSCMTS, Railway Group DRRB NTPCPSC, Bank, ICDS, Police and Competitive Exams 


GK%2BDREAM%2BNOT%2BREAL
500 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

👉 Dream Not Real
          নমস্কার বন্ধুরা ,

                                 আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, 100 General Knowledge (GK) Question and Answer PDF in Bengali -  জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,যা আপনাদের আগামী যেকোন #Competitive Exams এ সাহায্য করবে। কারণ আমার এই সমস্ত প্রশ্ন ও উত্তর গুলো কোনো না কোনো পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগ্রহ করেছি। আমাদের এই প্রশ্ন গুলো বেশকিছু পরীক্ষায় এসেছে, যেমন -

WBCS, SSC, Railway Group D, RRB NTPC, Police, Bank, MTS And Any Competitive Exams etc.


আমরা আশা করবো, এই প্রশ্ন গুলো, আপনাদের আগামী সব পরিক্ষায় সাহায্য করবে।


★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।


১) কোথায় নীল নদ পতিত হয়েছে ?

উত্তর :- ভূমধ্যসাগর      

২) কোয়ান্টাম মতবাদ - এর প্রবক্তা কে ?

উত্তর :- প্ল্যাঙ্ক       

৩) কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ?

উত্তর :- 373 K 

৪) কোনটি ঋতুপর্ণ ঘোষের পরিচালিত চলচ্চিত্র নয় ?

(a) ভুবনসোম, (b) ফুলেশ্বরী, (c) পরমা         

উত্তর :- কোনোটিই নয়  

৫) 1 পারসেক = কত আলোকবর্ষ ?

উত্তর :- 3.26 আলোকবর্ষ

৬) কোষের শক্তিঘর বলা হয় নীচের কোনটিকে ?

উত্তর :- মাইট্রোকন্ড্রিয়া    

৭) বিশুদ্ধ জলের গ্রহণযোগ্য BOD -এর মান কত ?

উত্তর :- 5 ppm

৮) কার্যহীন বলের উদাহরণ কি ?

উত্তর :- অভিকেন্দ্র বল 

৯) বাদুড় তার গতিবেগ নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করে ?

উত্তর :- শব্দোত্তর শব্দ      

১০) ডাউনস তৃণভূমি দেখা যায় কোন অঞ্চলে ?

উত্তর :- আমেরিকা    


১১) গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যকার কে ছিলেন ?

উত্তর :- কালীদাস     

১২) কলকাতায় ট্রাম পরিষেবা কত খ্রিস্টাব্দে শুরু হয় ?

উত্তর :- 1902 সালে 

১৩) ইন্টারন্যাশনাল AIDS দিবস কবে পালিত হয় ?

উত্তর :- 1st ডিসেম্বর 

১৪) কুন্দকুমাল নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণে ভারতকে কোন দেশ সাহায্য করেছে ?

উত্তর :- রাশিয়া 

১৫) মানবদেহের সবচেয়ে বড়ো হাড় কোনটি ?

উত্তর :- ফিমার     

১৬) বিশ্বের সবচেয়ে বড়ো সোলার প্লান্ট কোন দেশে অবস্থিত ?

উত্তর :- সিঙ্গাপুর    

১৭) সাতপুরা পর্বত কোন ধরনের পর্বত ?

উত্তর :- স্তূপ পর্বত     

১৮) বীরভদ্র মন্দির কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- অন্ধ্রপ্রদেশ 

১৯) "বিজয় হাজারী ট্রফি" কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর :- ক্রিকেট    

২০) বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- বিহার     


২১) মাছকে জলের গভীরতায় ওঠানামায় সাহায্য করে কোন অংশ ?

উত্তর :- পটকা  

২২) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি ?

উত্তর :- NADP 

২৩) কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক ?

উত্তর :- 4 ডিগ্রি C 

২৪) ফড়িং -এর প্রধান শ্বাসঅঙ্গ কোনটি ?

উত্তর :- ট্রাকিয়া 

২৫) ভ্রুনের গঠনে অংশ নেয় কোন ভিটামিন ?

উত্তর :- ভিটামিন E 

২৬) সাবান ও ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয় ?

উত্তর :- সোডিয়াম হাইড্রোক্সাইড       

২৭) ইতাই ইতাই রোগের সৃষ্টি হয় কোনটির দূষণের ফলে ?

উত্তর :- ক্যাডমিয়াম   

২৮) কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?

চিংড়ি / আরশোলা / শামুক        

উত্তর :- সবকটি 

২৯) একক সময়ে বস্তুর সরণকে কি বলা হয় ?

উত্তর :- বেগ     

৩০) প্রদত্ত কোনটি ক্ষার নয় ?

উত্তর :- C2H5OH


৩১) কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ?

উত্তর :- 4 টি 

৩২) বের্নোর্দো কোন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ?

উত্তর :- ইতালি    

৩৩) থিসারা পেরেরা কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?

উত্তর :- ক্রিকেট     

৩৪) অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান কত সালে ?

উত্তর :- 1998 

৩৫) রাষ্ট্রপতি কোন বিলে তাঁর সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন ?

উত্তর :- অর্থবিল ও সংবিধান সংশোধনী বিল   

৩৬) ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের অনুকরণে গ্রহণ করা হয়েছে ?

উত্তর :- জার্মানির সংবিধান      

৩৭) মুখ্যমন্ত্রী হবার জন্যে নূন্যতম কত বছর বয়স প্রয়োজন ?

উত্তর :- ২৫ বছর 

৩৮) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রসমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে ?

উত্তর :- 44 ধারা 

৩৯) নিচের কোন ব্যক্তি "রাজতরঙ্গিনী" পার্সি ভাষায় অনুবাদ করেছেন ?

উত্তর ;- জৈন-উল-আবেদীন   

৪০) "সশস্ত্র শান্তির যুগ" বলতে কোন সময়কালকে বোঝায় ?

উত্তর :- 1871-1913 সাল পর্যন্ত 


৪১) কোন তারিখে "বিশ্ব জৈব জ্বালানি দিবস" পালন করা হয় ?

উত্তর :- 10 আগস্ট 

৪২) কাবেরী নদীর উৎপত্তিস্থল কোনটি ?

উত্তর :- ব্রহ্মগিরি পর্বত     

৪৩) আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?

উত্তর :-  সিকান্দর শাহ     

৪৪) সামুদ্রিক নৌমহড়া "SLINEX" কোন দুটি দেশের মধ্যে আয়োজন করা হয় ?

উত্তর :- ভারত ও শ্রীলংকা 

৪৫) কত সালে "ফোর্ট উইলিয়াম দুর্গ" প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর :- 1700 সালে 

৪৬) কোন যুদ্ধের মাধ্যমে আরবরা সিন্ধু জয় করে ?

উত্তর :- রাওয়ের যুদ্ধে     

৪৭) নিন্মলিখিত কোন রেটটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত নয় ?

রিভার্স রেপো রেট / রেপো রেট / প্রাইম লেন্ডিং রেট (PLR) / CRR

উত্তর :- প্রাইম লেন্ডিং রেট (PLR) 

৪৮) সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কতগুলি লেখ (Writs) জারি করতে পারে ?

উত্তর :- 5 ধরনের 

৪৯) হাতির এক মিনিটে স্পন্দন কতবার হয় ?

উত্তর :- 27 বার 

৫০) নিন্মলিখিত কোনটি G20 এর সদস্য নয় ?

উত্তর :- ফিলিপিন্স 


৫১) কেলকার কমিটির প্রতিবেদনের বিষয় হলো -

উত্তর :- ভারতের কর ব্যবস্থা    

৫২) অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর :- সতীশচন্দ্র বসু       

৫৩) "প্যারাডাইস লস্ট" কে লিখেছেন ?

উত্তর :- মিলটন  

৫৪) ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছিল কোন বছর ?

উত্তর :- 1976 সালে 

৫৫) সতীদাহ প্রথা নিবারণ আইন কবে পাশ হয়েছিল ?

উত্তর :- 1829 সালে 

৫৬) "নিপ্পন লাইফ ইন্সিয়োরেন্স" এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর :- ওসাকা, জাপান

৫৭) কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় ?

উত্তর :- নাইট্রোজেন     

৫৮) বিশ্ব পর্যটক দিবস কবে পালিত হয় ?

উত্তর :- 27 সেপ্টেম্বর    

৫৯) ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সবনিন্ম বয়স কত হওয়া প্রয়োজন ?

উত্তর :- 35 বছর 

৬০) 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর :- লালা লাজপাত রায়      


৬১) রোভারস কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর :- ফুটবল  

৬২) নিউট্রন কে আবিষ্কার করেন ?

উত্তর :- জেমস চ্যাডউইক        

৬৩) কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির ও কাংরার জ্বালামুখী মন্দির অপবিত্র করেছিলো ?

উত্তর :- ফিরোজ শাহ তুঘলক  

৬৪) যখন আমরা ছাগলের মাংস খাই তখন আমরা কোন শ্রেণীর খাদক -

উত্তর :- দ্বিতীয় শ্রেণীর খাদক         

৬৫) জেলেপ লা পাস্ বা গিরিপথ কোথায় অবস্থিত ?

উত্তর :- সিকিম হিমালয়   

৬৬) কার্তি বিহু কোন গাছের নিচে অনুষ্ঠিত হয় ?

উত্তর :- তুলসী  

৬৭) ঘোমার বা ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ?

উত্তর :- রাজস্থান    

৬৮) "Conquest of Happiness" বইটি কে লিখেছেন ?

উত্তর :- বারট্রান্ড রাসেল 

৬৯) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ হয় ?

উত্তর :- 1949 সালে 

৭০) ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

উত্তর :- অস্ট্রেলিয়া 


৭১) সূর্যশিশির কোন ধরনের উদ্ভিদ ?

উত্তর :- পতঙ্গভুক  

৭২) কবে নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে ?

উত্তর :- 1989 সালে 

৭৩) বোম্বে অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর :- 1852 সালে 

৭৪) লিভারের সিরোসিস রোগ কোন ধাতুর দূষণের ফলে সৃষ্ট রোগ ?

উত্তর :- আর্সেনিক 

৭৫) কোনটি সবচেয়ে উন্নতমানের কয়লা ?

উত্তর :- অ্যানথ্রাসাইট  

৭৬) সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- সিমুক      

৭৭) চিপকো আন্দোলনের নেতার নাম কি ছিল ?

উত্তর :- সুন্দরলাল বহুগুণা   

৭৮) দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গড়ে উঠেছিল ?

উত্তর :- 1960 সালে 

৭৯) অণুচক্রিকার প্রধান কাজ কি ?

উত্তর :- রক্ততঞ্চনে সহায়তা করা 

৮০) কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ?

উত্তর :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  


৮১) নিন্মলিখিত কোন যোজনাটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে শুরু হয়নি ?

উত্তর :- জওহর রোজগার যোজনা   

৮২) জোগান সংক্রান্ত অর্থনীতি নিন্মলিখিত কোন বিষয়টির উপর জোর দেয় ?

উত্তর :- উৎপাদক   

৮৩) "Planned Economy of India" -র লেখক কে ?

উত্তর :- এম বিশ্বেসরায়া     

৮৪) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রক সংস্থা -

উত্তর :- ব্যাঙ্কের  

৮৫) নিন্মলিখিত গুলির মধ্যে সবচেয়ে ইলেক্ট্রোনেগেটিভ  উপাদানটি হলো -

উত্তর :- ফ্লোরিন    

৮৬) নিউক্লিয়ার ফিজিক্স এর সাহা ইনস্টিটিউট অবস্থিত -

উত্তর :- কলকাতা   

৮৭) নিষ্ক্রিয় গ্যাসগুলি জলে -

উত্তর :- আংশিক দ্রবণীয়   

৮৮) "মোহিনীঅট্টম" নৃত্যশৈলীটি কোন রাজ্যে বিখ্যাত ?

উত্তর :- কেরল 

৮৯) ভারতীয় রেলপথের যাত্রাবাহী বগিগুলি কোথায় তৈরী করা হয় ?

উত্তর :- পেরামবুর    

৯০) ভারতের কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন ?

উত্তর :- রাজ্যপাল      


৯১) শিবকুমার শর্মা কোন য্ন্ত্রবাদক হিসাবে পরিচিত ?

উত্তর সন্তুর   

৯২) CPU এর পুরো নাম হলো -

উত্তর :- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট        

৯৩) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর কোথায় অবস্থিত ?

উত্তর :- সুইজারল্যান্ড       

৯৪) কোন সালে "চট্টগ্রাম অস্ত্রাগার" লুন্ঠন হয় ?

উত্তর :- 1930 সালে 

৯৫) মনিটাইজড ডেফিসিট (Monetized Deficit) এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিন্মলিখিত কোন সংস্থার থেকে ঋন গ্রহণ করে ?

উত্তর :- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক      

৯৬) যদি কোন দ্রব্যের চাহিদা ও জোগান সমপরিমাণে বৃদ্ধি পায় তাহলে বাজারদরে কি প্রভাব পড়বে ?

উত্তর :- মূল্য স্থায়িত্ব পাবে     

৯৭) অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে। কারণ -

উত্তর :- এই দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত        

৯৮) কম্পিউটারের "IC" Chip তৈরিতে যা ব্যবহৃত হয় তা হলো -

উত্তর :- সিলিকন 

৯৯) নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো -

উত্তর :- নিকেল     

১০০) গ্যাসকে উত্তপ্ত করলে কি তৈরী হয় ?

উত্তর :- প্লাজমা 




ধন্যবাদ

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...