Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) টেট্রাইথাইলেড কোথায় ব্যবহার করা হয় ?
উত্তর :- পেট্রোলে
২) নিন্মলিখিত কোনটি মোবাইল ফোনের ব্যাটারিতে ব্যবহৃত হয় ?
উত্তর :- লিথিয়াম
৩) রসায়ন বিদ্যার জনক কে ?
উত্তর :- রবার্ট বয়েল
৪) নিন্মলিখিত কোনটির অভাবে দাঁতের ক্ষয় হয় ?
উত্তর :- দস্তা
৫) সমুদ্র জলে গড়ে কত শতাংশ লবন থাকে ?
উত্তর :- 3.5%
৬) গতির প্রাথমিক একক কি ?
উত্তর :- মিটার/ সেকেন্ড
৭) ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বদলে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর :- হিলিয়াম
৮) পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থ কোনটি ?
উত্তর :- হিরে
৯) ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত ?
উত্তর :- পুনে
১০) ভারতবর্ষের চিনি শিল্প প্রথম কোথায় গড়ে ওঠে -
উত্তর :- বিহার
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.