Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিচের কোনটি রূপান্তরিত শিলা বা মেটামরফিক রকের উদাহরণ নয় ?
উত্তর :- লাইমস্টোন
২) নিন্মলিখিত কোন রত্নটি কেবলমাত্র একটি মৌল দ্বারা গঠিত ?
উত্তর :- হীরক
৩) বিজ্ঞানীদের মোট অনুসারে হ্যালির ধূমকেতু আবার কত সালে দেখা যাবে ?
উত্তর :- 2062 সালে
৪) কথাকলি যে রাজ্যের নৃত্যশৈলী -
উত্তর :- কেরালা
৫) বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করার প্রক্রিয়াকে বলা হয় -
উত্তর :- অনার্দ্রকরণ
৬) ঔষধ বিজ্ঞানের জনক বলা হয় -
উত্তর :- হিপোক্রেটিসকে
৭) হাওয়া মহল কি দ্বারা নির্মিত ?
উত্তর :- লাল ও গোলাপি বেলেপাথর
৮) নিউট্রন আবিষ্কার করেন কে ?
উত্তর :- স্যাডউইক
৯) বালাঘাট খনি থেকে কি উৎপাদন করা হয় ?
উত্তর :- কপার
১০) নিন্মলিখিত কোন দেশের উপর দিয়েই কেবলমাত্র নিরক্ষরেখা ও ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে ?
উত্তর :- ব্রাজিল
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.