Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্যে চোখের রং নীল, কালো বা বাদামি হয় ?
উত্তর :- আইরিশ
২) বাংলা সাহিত্য জগতে কালকূট নামে পরিচিত কে ?
উত্তর :- সমরেশ বসু
৩) খাঁটি জলের অক্সিজেনর পরিমান কত ?
উত্তর :- 88.81%
৪) কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীত সম্মেলন সম্পন্ন হয়েছিল ?
উত্তর :- কনিষ্ক
৫) ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয় ?
উত্তর :- রিষড়া
৬) ভারতে পাশ্চাত্য ভাষায় শিক্ষা প্রবর্তনের প্রধান সমর্থক কে ছিলেন ?
উত্তর :- মেকলে
৭) কত সালে ভারতরত্ন শুরু হয় ?
উত্তর :- 1954 সালে
৮) অরুন জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর :- নিউ দিল্লি
৯) মহাত্মা গান্ধী কত সালে সম্পূর্ণভাবে দক্ষিণ আফ্রিকা ছেড়ে ভারতে প্রত্যাবর্তন করেন ?
উত্তর :- 1914 সালে
১০) উইলিয়াম কেরি ভারতে এসেছিলেন কি উদ্দেশ্য নিয়ে ?
উত্তর :- খ্রিস্টধর্ম প্রচার করতে
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.