Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন শ্বেত রক্তকণিকা রক্ত তঞ্চন প্রতিরোধ করে ?
উত্তর :- বেসোফিল
২) ভারতবর্ষ প্রথম কবে কবাডি টেস্ট খেলেছিল ?
উত্তর :- 1947 সালে
৩) লুমেন কিসের একক ?
উত্তর :- দীপ্তি প্রবাহের
৪) বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর :- 1760 সালে
৫) চীন সাগরে সৃষ্টি হওয়ার প্রবল ঘূর্ণিঝড়কে কি নামে ডাকা হয় ?
উত্তর :- টাইফুন
৬) সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- তামিলনাড়ু
৭) নিন্মলিখিত কোন হাড়টি হাঁটুর হাড় হিসেবে পরিচিত ?
উত্তর :- পটেলা
৮) কুস্তির ক্ষেত্রে এক একটি বাউট বা রাউন্ড কতক্ষন স্থায়ী হয় ?
উত্তর :- 9 মিনিট
৯) কোন বছর থেকে অস্কার দেওয়া শুরু হয় ?
উত্তর :- 1929 সালে
১০) পৃথিবীর কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে থাকে ?
উত্তর :- চাইনিজ
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.