ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকার PDF || Folk Dances of India || State Folk Dances List - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৮ নভেম্বর ২০২৩

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকার PDF || Folk Dances of India || State Folk Dances List

 ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের PDF 

ভারতের লোকনৃত্য 


নমস্কার বন্ধুরা,
                     আজ আমরা আপনাদের ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের PDF প্রদান করছি, যেটিতে প্রায় ভারতের সমস্ত রাজ্যের লোকনৃত্য বা প্রচলিত নৃত্যের তালিকা দেওয়া আছে। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এখন থেকে প্রশ্ন প্রায়শই এসে থাকে। তাই আপনাদের সুবিধার জন্যে আমরা এই পিডিএফ টি দিচ্ছি।  
এখানে থেকে যেমন প্রশ আসে - কথক কোন রাজ্যের নৃত্য ? ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ? ইত্যাদি.........

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য


রাজ্যের নামলোকনৃত্য সমূহ
অসমবিহু, ছাগবি, টোবাল, খেলগোপী, খেলগোপাল, রাসলীলা, ক্যানোই, তাবাল চোংলি, সত্রিয়া
পশ্চিমবঙ্গছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল নৃত্য, গাজন, গম্ভীরা, টুসু, বৃতা, সাঁওতালি, মুন্ডরী
ত্রিপুরাবিজু, গাজন, দাইলো, গালামুচামো, হজাগিরি, সংরাই
উড়িষ্যাডান্তানাটা, ঘুমর, ছৌ নাচ, গোটিপুয়া, ওডিসি, রনপা, চৈতি ঘোড়া, সম্বলপুরী, পাইকা নৃত্য, বাঘা নৃত্য
বিহারকাঠপুতলি, বিদেশিয়া, জটাজটিল, লাগুই, নাচেরী, কর্মা, ঝিঝিয়া, নাটনা, যাতা যতীন
উত্তরপ্রদেশনোটাঙ্কি, আহির, থালি, কাজরি, থোরা, চাপ্পেলী, রাসলীলা, চারকুলা, সোয়াং, নাকাল, কত্থক
হিমাচল প্রদেশগীরদা, কাবিয়ালা, মুতরো, লুধিডান্স, কায়েঙ্কা, থোরা, ঘুরেহী, নটি, লাহাউলি, কুল্লু, ডাঙ্গী, দান্দরাস
রাজস্থানছামের গিরনার, ডান্ডিয়া রাস, ঝুমুর, খেয়াল, ঘুমর, কালবেলিয়া, ভাবোই, তেরাহ তালি, চারি, কাঠপুতলি, গের নৃত্য
জম্মু-কাশ্মীরছাকরি, রৌফ, হিকাট, দমহাল, হাফিজা, কুদ
গুজরাটগরবা, গণপতি, ভজন, ডান্ডিয়া, রাসলীলা, গাড়োয়া, টিপ্পনী, পাধার, ভাবৈ, হুদো
মিজোরামচেরাউ, খুয়াল্লাম, সারলামকাই
কেরালামোহিনীঅট্টম, কথাকলি, সারি, দাসী অট্টম, কৃষ্ণ নাট্যম, পান্না, কুম্মাত্তি, কুথিঅট্টম, থুম্পি থুল্লাল
অন্ধ্রপ্রদেশকুচিপুড়ি, কোট্টাম,গীতি ভগবতম, মাথুরি, ধামাল, ভিরানাট্যম, ধীমসা, বনালু, বাথাকাম্মা
মধ্যপ্রদেশলোটা, তুন্ডাভালি, কর্মা, মুরিয়া, লেহাঙ্গি, ফুল পাতি, গৃদা, আহিরি, যাওয়ারা, পান্ডবাণী
পাঞ্জাবভাংরা, গিদ্ধা, ধুমল, ঝুমর
মহারাষ্ট্রলাবনী, তামাশা, দাহীকালা, ধানগারী গাজা, দিনদি
মেঘালয়লহো, নংক্রেম
মনিপুরমণিপুরী, লেহাব, বসন্ত রানা, মাইবী, খাম্বা থাইবী, নুপা, রাসলীলা, ঢোল চোলাম
কর্নাটকভারতনাট্যম, হাতারী, উগাদী, বায়ালতা, ভূথা আরাধনা, কামসালে, কৃষ্ণ পারিজাথা, ডল্লু কুনিথা
হরিয়ানাসোয়াং, ঘুমর, ঝুমর, লুর, খরিয়া, বিণ বাসুরী, ফাগ
তামিলনাড়ুভারতনাট্যম, কুম্মী, কোলাট্টম, কারাগট্টম
উত্তরাখন্ডহুরকা বাউল, পান্ডব নৃত্য, ঝরা, চলিয়া, ছাপেরী, চানচেলি
ছত্তিসগড়কর্মা, শৈল, সুয়া নাচা, গেন্দি, পান্থী
নাগাল্যান্ডজেলিয়াং, যুদ্ধ নাচ, সুয়া লুয়া
সিকিমলিম্বু, চি রিমু, খুকুরী, সিকমারী, মুখোশ নাচ, ধান নাচ, তোমাং সেলো, লেপচা
গোয়াদেখনী, ফুগরী, মান্দ, তালগারী, জাগর, ডালো, দিউলি
অরুনাচল প্রদেশদামিন্দা, খামতি, বুইয়া, ওয়াংচ, পনাং
ঝারখন্ডকর্মা, সাঁওতাল নৃত্য, ছৌ নাচ, পাইকা





ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের PDF নিন্মে দেওয়া আছে 

File Details :
File Name : লোকনৃত্য (DREAM NOT REAL)
File Format : PDF
No. of Pages : 02
File Size : 808 KB
Click Here to Download 



:: আরো দেখুন ::


এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...