জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন সুলতান দিল্লির রাজসভায় পার্শিয়ান উৎসব নওরোজ পালন করেন?
[A] কুতুবউদ্দিন
[B] গিয়াসুউদ্দিন বলবন
[C] ফিরোজ শাহ
তুঘলক
[D] আলাউদ্দিন খলজী
Answer – গিয়াসুউদ্দিন
বলবন
২) শিবাজী যে ধর্মীয় গুরুর দ্বারা অনুপ্রানিত ছিলেন তার নাম কি?
[A] রামদাস
[B] গুরু অর্জুন
[C] শাহজী ভোসলে
[D] দাদাজি কোন্ডদেব
Answer – রামদাস
৩) মোগল যুগে সমান্তরতন্ত্র কি নামে পরিচিত ছিল?
[A] সর দেশমুখী
[B] জায়গিরদার
[C] কবুলিয়াত
[D] জিজিয়া
Answer – জায়গিরদার
৪) প্রথম কোন সুলতান তার হিন্দু ব্রহ্মপোজাদের উপর জিজিয়া কর আরোপ করেন?
[A] ফিরোজ শাহ
তুঘলক
[B] শেরশাহ
[C] ইলতুতমিস
[D] গিয়াসউদ্দিন বলবন
Answer – ফিরোজ শাহ তুঘলক
৫) মগদের সিংহাসনে প্রথম শূদ্রবংশজাত রাজা কে ছিলেন?
[A] বিন্দুসার
[B] মহপদ্মা নন্দ
[C] ধনানন্দ
[D] অজাতশত্রু
Answer – মহপদ্মা
নন্দ
৬) হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?
[A] কুষাণ বংশ
[B] শুঙ্গ বংশ
[C] চালুক্য বংশ
[D] পুষ্যভৃতি বংশ
Answer – পুষ্যভৃতি
বংশ
৭) সূর্যসিদ্ধান্ত নামক গ্রন্থর রচয়িতা কে?
[A] বানভট্ট
[B] আর্যভট্ট
[C] কালিদাস
[D] বরাহমিহির
Answer – আর্যভট্ট
৮) কোন সুলতান সিয়াসাত (মৃত্যুদণ্ড প্রদান) নিষিদ্ধ করেন?
[A] ইলতুতমিস
[B] ফিরোজ শাহ
তুঘলক
[C] আলাউদ্দিন খলজী
[D] মহম্মদ বিন
তুঘলক
Answer – ফিরোজ শাহ তুঘলক
৯) আসফ খানের কন্যা অঞ্জুমান বানু বেগম ভারতের ইতিহাসে কি নামে বিখ্যাত?
[A] চাঁদ বিবি
[B] সুলতানা রিজিয়া
[C] নূরজাহান
[D] মমতাজ
Answer – মমতাজ
১০) মালভিকাগিনি মিত্রমের রচয়িতা কে?
[A] বানভট্ট
[B] কালিদাস
[C] বিশাখদত্ত
[D] ভবভুতি
Answer – কালিদাস
১১) কোন মোগল সম্রাটের রাজত্ব কালে মোগল চিত্রকলা উন্নতির চরম শিখর স্পর্শ করে?
[A] জাহাঙ্গীর
[B] আকবর
[C] শাহজাহান
[D] হুমায়ুন
Answer – জাহাঙ্গীর
১২) মগদের সিংহাসনে হযঙ্ক রাজবংশীদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
[A] অজাতশত্রু
[B] চন্দ্রগুপ্ত
[C] বিম্বিসার
[D] হর্ষবর্ধন
Answer – বিম্বিসার
১৩) কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্যদের নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রথা চালু হয়?
[A] আলাউদ্দিন খলজি
[B] মোহাম্মদ বিন
তুঘলক
[C] গিয়াসুদ্দিন বলবন
[D] কুতুবউদ্দিন
Answer – আলাউদ্দিন
খলজি
১৪) ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটেছিল?
[A] ১৭৭৬খ্রিস্টাব্দে
[B] ১৭৬৪খ্রিস্টাব্দে
[C] ১৭৭০খ্রিস্টাব্দে
[D] ১১৭৬খ্রিস্টাব্দে
Answer – ১৭৭০ খ্রিস্টাব্দে
১৫) বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল?
[A] ১৫২৬খ্রিস্টাব্দে
[B] ১৭৬৪খ্রিস্টাব্দে
[C] ১৫৫৬খ্রিস্টাব্দে
[D] ১৭৬১খ্রিস্টাব্দে
Answer – ১৭৬৪খ্রিস্টাব্দে
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.