জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
![]() |
| WBPSC Food SI Practice Set 06 |
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিচের কোন রাজবংশ 700-1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন ?
[A] মৌর্য
[B] রাজপুত
[C] কোনটাই নয়
[D] রাষ্ট্রকূট
Answer – কোনটাই
নয়
২) নিচের কোন সম্রাট নিজেকে “ দ্বিতীয় আলেকজান্ডার ” বলে অভিহিত করেন ?
[A] আলাউদ্দিন খিলজি
[B] বাবর
[C] সমুদ্রগুপ্ত
[D] কনিষ্ক
Answer – আলাউদ্দিন
খিলজি
৩) ব্রিটিশরা ভারতের কোন আফগান শাসকের শাসন ব্যবস্থার অনুসরণে সমকক্ষ শাসন ব্যবস্থা গড়েছিলেন ?
[A] বৈরাম খাঁ
[B] মহম্মদ শাহ
[C] শেরশাহ
[D] আহম্মদ শাহ
Answer – শেরশাহ
৪) কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল – “ তিনি একজন ভাগ্যশালী সৈন্য ছিলেন কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না ।
[A] বাবর
[B] হুমায়ুন
[C] জাহাঙ্গীর
[D] আকবর
Answer – বাবর
৫) নিচের কোনটির সাথে কুতুব শাহি শাসনের সম্পর্ক আছে ?
[A] বিজাপুর
[B] আহম্মদনগর
[C] গোলকুন্ডা
[D] জয়পুর
Answer – গোলকুন্ডা
৬) ভারতে প্রথম মোগল উদ্যান স্থাপনের কৃতিত্ব কার ?
[A] জাহাঙ্গীর
[B] শাহজাহান
[C] আকবর
[D] বাবর
Answer – বাবর
৭) নিচের কোন শাসক আগ পরমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন ?
[A] চন্দ্রগুপ্ত
[B] আজাতশত্রু
[C] সমুদ্রগুপ্ত
[D] হর্ষবর্ধন
Answer – সমুদ্রগুপ্ত
৮) নিচের সুলতানাদের মধ্যে, দাস বংশের কোন সুলতান দীর্ঘতম কাল শাসন করেছেন?
[A] কুতুবউদ্দিন আইবক
[B] গিয়াসউদ্দিন বলবন
[C] সামস-উদ্দিন
ইতুৎমিস
[D] নাসির উদ্দিন
মাহমুদ
Answer – সামস-উদ্দিন
ইতুৎমিস
৯) কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে?
[A] তৈমুর লঙ
[B] বাবর
[C] নাদির সাহা
[D] চেঙ্গিজ খাঁ
Answer – তৈমুর লঙ
১০) মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লী থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন প্রধানত কি কারণে?
[A] দক্ষিণাত্যের সাথে
বাণিজ্যিক ও
সংস্কৃতিক সম্পর্ক গড়ে
[B] দক্ষিণ ভারতের
উপর
অধিকতার কর্তৃত্ব স্থাপন
করার
জন্য
তোলার
জন্য
[C] জলবায়ু পরিবর্তনের জন্য
[D] মঙ্গলদের আক্রমণ
থেকে
তার
সাম্রাজ্য কে
রক্ষা
করার
জন্য
Answer – দক্ষিণ
ভারতের উপর অধিকতার কর্তৃত্ব স্থাপন করার জন্য তোলার জন্য
১১) ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল?
[A] উড়িষ্যা, অন্ধ্র ও মাদ্রাজ
[B] সমগ্র দক্ষিণ
ভারত
[C] মাদ্রাজ, কেরল ও
মহীশূরের বিরাট
অংশ
[D] মালাবার ও
নিলোর
Answer – মাদ্রাজ,
কেরল ও মহীশূরের বিরাট অংশ
১২) নিচের শক্তিগুলির মধ্যে ব্রিটিশরা ভারতের কাদের থেকে সবচেয়ে বেশি প্রতিরোদ দিয়েছে ?
[A] রাজপুত
[B] মারাঠা
[C] মোগল
[D] নিজাম
Answer – মারাঠা
১৩) কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন?
[A] হুমায়ুন
[B] ঔরঙ্গজেব
[C] জাহাঙ্গীর
[D] আকবর
Answer – আকবর
১৪) সম্রাট হুমায়ুন দিল্লিতে “দিনপানহ” নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন । সেই শহরের ধ্বংস শেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ?
[A] গাজিয়াবাদ
[B] শাহীবাবাদ
[C] পুরানা কেল্লা
[D] লালকেল্লা
Answer – পুরানা
কেল্লা
১৫) দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল?
[A] পাটালি পুত্র
[B] উজ্জয়িনী
[C] তক্ষশীলা
[D] দিল্লী
Answer – উজ্জয়িনী
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.