জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI
![]() |
| WBPSC Food SI Practice Set 07 |
নমস্কার বন্ধুরা ,
WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কৃষি জমির গুনাগুন এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমি কে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা চালু হয় ?
[A] শেরশাহ
[B] ফিরোজ তুঘলক
[C]তুঘলক
[D] আলাউদ্দিন খিলজী
Answer – শেরশাহ
২) নিচের কে “ নিগুন ” সংস্কারক হিসেবে পরিচিত ?
[A] কবীর
[B] শ্রীচৈতন্য
[C] সুরদাস
[D] তুলসীদাস
Answer – কবীর
৩) নিচের কোন ইংরেজ জাহাঙ্গীর “ খাঁ ” উপাধিতে সম্মানিত করেছিলেন ?
[A] হায়দ্রাবাদের নিজাম
শক্তি
[B] মোগল
[C] বিজাপুরের আদিল
শাহি
শক্তি
[D] ইস্ট ইন্ডিয়া কোম্পানি
Answer – মোগল
৪) আহমেদনগরের বিখ্যাত চাঁদ বিবি তার রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ?
[A] মহম্মদ গজনী
[B] কুতুবউদ্দীন আইবক
[C] মহম্মদ ঘুরী
[D] মহম্মদ বিন
তুঘলক
Answer – কুতুবউদ্দীন
আইবক
৫) ভারতে প্রথম মুসলিম শাসক কে ?
[A] রাজারাজা
[B] হর্ষবর্ধন
[C] কৃষ্ণদেব রায়
[D] দ্বতীয় চন্দ্রগুপ্ত
Answer – কৃষ্ণদেব
রায়
৬) কোন রাজার সভাসদ ছিলেন “ অষ্টদিজ ” ?
[A] মহম্মদ ঘুরী
[B] বাবর
[C] আলাউদ্দিন খিলজী
[D] ঔরঙ্গজেব
Answer – আলাউদ্দিন
খিলজী
৭) কে ছিলেন মুসলিম শাসক যিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
[A] মমতাজ মহল
[B] নুরজাহান
[C] রাজিয়া সুলতানা
[D] চাঁদবিবি
Answer – নুরজাহান
৮) নিচের সম্রাটের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক ?
[A] শেরশাহ
[B] জাহাঙ্গির
[C] বাবর
[D] কুতুবউদ্দিন আইবক
Answer – শেরশাহ
৯) প্রাচীন ভারতের ঐতিহাসিক “ রত্নাকর ” ভৌগোলিক দিক থেকে কোন সাগরকে বলা হত ?
[A] ভারতমহাসাগর
[B] বঙ্গোপসাগর
[C] কাম্বে উপসাগর
[D] আরব সাগর
Answer – ভারতমহাসাগর
১০) নিচের কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল ?
[A] ইলতুতমিস
[B] বলবন
[C] কুতুবউদ্দিন খিলজী
[D] আলাউদ্দিন খিলজী
Answer – বলবন
১১) সালোকিঙ্করা নিচের কোন অঞ্চলের শাসক ছিলেন ?
[A] মালব্য
[B] গুজরাত
[C] আজমীর
[D] বঙ্গদেশ
Answer – গুজরাত
১২) দাসবংশের সুলতানদের ঠিক পরেই কারা সিংহাসনে এসেছিল ?
[A] খলজী
[B] তুঘলক
[C] সৈয়দ
[D] লোদি
Answer – খলজী
১৩) মধ্যযুগের ভারতে কি প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ?
[A] আলাউদ্দিন খলজী
[B] ফিরিজ শাহ
তুঘলক
[C] বলবন
[D] বলবন
Answer – ইলতুৎমিস
১৪) বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নিচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন।
[A] আজাতশত্রু
[B] কনিষ্ক
[C] গৌতমীপুত্র সাতকাণি
[D] বিক্রমাদিত্য
Answer – গৌতমপুত্র
সাতকণি
১৫) নিচের কোন রাজবংশ 700-1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী যুগে সমগ্র উত্তর ভারতের শাসক ছিলেন ?
[A] মৌর্য
[B] রাজপুত
[C] কোনটাই নয়
[D] রাষ্ট্রকূট
Answer – কোনটাই
নয়
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.