WBPSC Food SI Practice Set 10 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০ - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

০৫ ফেব্রুয়ারি ২০২৪

WBPSC Food SI Practice Set 10 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০

 

জিকে ক্যাপসুল | WBP | KP | Railway | PSC | WBCS | Food SI

WBPSC Food SI Practice Set 10

নমস্কার বন্ধুরা ,

                       WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


) জমি অধিগ্রহণ আইন 2013 অনুসারে বেসরকারি প্রকল্পের ক্ষেত্রে ন্যূনতম কত শতাংশ জমির মালিকের সম্মতি দরকার ?’

[A] 50% 

[B] 40%

[C] 90%

[D] 80%

Answer – 80%

) ভারতের এক নাগরিক অর্থে নীতিটি কোনটির বিরোধিতা করে?

[A] বিচার ব্যবস্থা

[B] যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা

[C] মৌলিক অধিকারের

[D] সংসদীয় গণতন্ত্রের

Answer – যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা

) কোন দেশের সংবিধানকে আইনজীবীদের সর্ব রাজ্য বলা হয় ?

[A] আমেরিকা

[B] ভারত

[C] কানাডা

[D] ব্রিটেন

Answer – ভারত

) কে বলেছিলেন গ্রাম রাজ্যের পথে রামরাজ্য আসবে?

[A] বিনোভা ভাবে

[B] মহাত্মা গান্ধী

[C] জহরলাল নেহেরু

[D] জয়প্রকাশ নারায়ণ

Answer – মহাত্মা গান্ধী

) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

[A] এম এ আনসারী

[B] হাসান ইমাম

[C] মৌলানা আবুল কালাম আজাদ

[D] বদরুদ্দীন তৈয়বজি

Answer – বদরুদ্দীন তৈয়বজি

) কে পঞ্চশীল নীতির কথা বলেছিলেন?

[A] ইন্দিরা গান্ধী

[B] রাজীব গান্ধী

[C] পন্ডিত জহরলাল নেহেরু

[D] মহাত্মা গান্ধী

Answer – পন্ডিত জহরলাল নেহেরু

) জম্বু কাশ্মীরের বিধানসভা নির্বাচিত হয় কত বছরের জন্য?

[A] 6 বছর

[B] 4 বছর

[C] 5 বছর

[D] 7 বছর

Answer – 5 বছর

) ২০১১ সালের জনগণনা অনুসারে দেশের কত শতাংশ মানুষ সাক্ষরতা ২০১১ সালের জনগণনা অনুসারে দেশের কত শতাংশ মানুষ সাক্ষরতা লাভ করেছে ?

[A] 82.04%

[B] 74.04%

[C] 70.50%

[D] 93.91%

Answer – 74.04%

) ভারতের ক্যাবিনেট মিশনকে পাঠানো হয়েছিল-

[A] জাতীয় সরকার তৈরির জন্য

[B] ক্ষমতা হস্তান্তরের জন্য সংবিধানিক ব্যবস্থা করার জন্য

[C] ভারতকে স্বাধীনতা না দেওয়ার জন্য

[D] জিন্নার পাকিস্তানের দাবি মেনে নেওয়ার জন্য

Answer – ক্ষমতা হস্তান্তরের জন্য সংবিধানিক ব্যবস্থা করার জন্য

১০) নরেন্দ্র মোদির ক্যাবিনেটে কতজন মহিলা সদস্য রয়েছেন?

[A] 8 জন

[B] 5 জন

[C] 6 জন

[D] 10 জন

Answer – 6 জন

১১) ভারতীয় সংবিধানে কত বছরের নিচে শিশুদের কলকারখানায় অথবা বিপদজনক কাজে নিয়োগকে নিষিদ্ধ করা হয়েছে?

[A] 16 বছর

[B] 17 বছর

[C] 15 বছর

[D] 14 বছর

Answer – 14 বছর

১২) কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকরী করা হয়নি?

[A] নাগাল্যান্ড

[B] উড়িষ্যা

[C] রাজস্থান

[D] অন্ধ্রপ্রদেশ

Answer – নাগাল্যান্ড

১৩) ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর?

[A] ৫ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত যা আগে হবে

[B]৫ বছর অথবা ৬০ বছর বয়স পর্যন্ত যা আগে হবে

[C] রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভর

[D] ৬ বছর

Answer – রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভর

১৪) ভারতীয় সংবিধানের থেকে ১১ নং ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে?

[A] মৌলিক অধিকার

[B] নাগরিকত্ব

[C] রাজ্যের সীমানা পরিবর্তন

[D] মৌলিক কর্তব্য

Answer – নাগরিকত্ব

১৫) রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া স্থাপনা কেরিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া স্থাপনা কে করেছিলেন?

[A] ডক্টর বি আর আম্বেদকর

[B] মুলজি বৈশয

[C] শ্রীপদ ডাঙ্গে

[D] নাম্বুদ্রিপাদ

Answer – ডঃ বি আর আম্বেদকর

 



এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...